বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পরীক্ষার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রবীন্দ্র জয়ন্তীর দিনেই প্রকাশিত হল ফলাফল।
এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৯০ শতাংশ। শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর, চতুর্থ কালিম্পং. পঞ্চম স্থানে রয়েছে কলকাতা।
অনলাইনে দুপুর ৩টে থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। https://wbresults.nic.in, www.wbchsc.wb.gov.in ও www.results.shiksha এ ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এছাড়াও অ্যাপের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন তাঁরা।
এবার পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী। পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। পাশের হার বেশি। অসম্পূর্ণ ফল রয়েছে ৪ জনের। জেলা অনুযায়ী পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৭ শতাংশ পাশের হার, তারপর দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম।
ছেলেদের পাশের হার ৯২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮ শতাংশ। অর্থাৎ ছেেলদের পাশের হার বেশি। গতবারের চেয়ে এবারে পাশের হার অনেকটাই বেড়েছে। গতবার পাশের হার ছিল ৮৯ শতাংশ। এবার পাশের হার ৯০ শতাংশ। অন্যদিকে সংখ্যালঘু ছাত্রীর সংখ্যা ৬০ শতাংশ আর ছাত্রদের সংখ্যা ৪০ শতাংশ হয়ে গিয়েছে। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছা্রীদের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে।কিউআর কোড দেওয়া প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা হয়েছে এবার।
মার্কশিটেও থাকছে কিউ আর কোড। ১০ মে থেকে পড়ুয়ারা স্কুল থেকে মার্কশিট হাতে পাবেন। প্রায় ৭ লক্ষ ৫৫হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১২ শতাংশ বেশি। মেয়েেদর মধ্যে প্রথম হয়েছে স্নেহা ঘোষ এবং প্রতীচী রায়।
বিভাগ অনুযায়ী পাশের হারের নিরিখে কলা বিভাগ অর্থাৎ আর্টসে পাশের হার বিজ্ঞান বা সায়েন্স বিভাগের পাশের হারের তুলনায় অনেকটাই কম। কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯
শতাংশ। আর বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ। এবার নেপালি ভাষায় প্রথম হয়েছেন তিন জন। তিন জনেই কালিম্পংয়ের পড়ুয়া। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৬১। রোজি খাতুন, মমতা আগরওয়াল এবং বিষান বাসমেট।