Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েকদিন ধরেই পানীয় জলের সমস্যা নিয়ে ভুগছে গোটা শিলিগুড়ির মানুষ। কোন কোন ওয়ার্ডে একেবারেই জল আসছে না, আবার কোথাও কোথাও আধ ঘন্টা জল থেকেই আবার চলে যাচ্ছে জল। শিলিগুড়িতে জলের সমস্যা বেশ কিছুদিন থেকেই।

জল নিয়ে প্রচণ্ডভাবে ক্ষোভ বাড়ছে মানুষের। অনেকেই জানিয়েছেন দুবছর প্রায় হতে আসল একেবারেই উদাসীন পুরসভা পানীয় জলের ব্যাপারে। জল আসছে না অথচ একেবারেই কোনভাবেই উদ্যেগ নেই পুরসভার। ঠিক করলেও আবার খারাপ হয়ে যাচ্ছে পাইপ। আর দায়সাড়াভাবে ঠিক করবার কারনে আবার খারাপ হয়ে যাচ্ছে। বেশকিছু মানুষ জানিয়েছেন গতবেগ এত কম থাকে এক বালতি জল ভরতেই আধ ঘন্টা চলে যায়। জল নিয়ে অসুবিধার কারনে এম এম আই সি দুলাল দত্ত জানিয়েছেন আমাদের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে তবুও কোন সমাধান নেই। জল নিয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন আমাদের পক্ষ থেকে যা যা করনীয় করছি কিন্তুু এই সমস্যা অনেক পুরানো। তাই চেষ্টা করেও সমাধানের পথ পাওয়া যাচ্ছে না। শিলিগুড়িতে গত দুদিনে প্রচণ্ডভাবে গরম বেড়ে গেছে তাই দুশ্চিন্তা বেড়েছে যারা বাইরে থেকে আসা পানীয় জলের উপরে নির্ভর করে থাকেন। কবে পাইপ ঠিক করা হবে এবং কবে ঠিকভাবে জল আসবে একমাত্র পুরসভাই বলতে পারবেন জানালেন এক স্থানীয় বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *