বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অস্বস্তি বাড়ল অমিত মালব্যর (Amit Malviya) । বিজেপি নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি মুলক মন্তব্যের অভিযোগ।
আর এই ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সম্প্রতিএই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। সেখানেই এই সংক্রান্ত নির্দেশ কলকাতা হাইকোর্টের।
মামলার শুনানিতে রাজ্য জানায়, এই সংক্রান্ত একটি সিডি আদালতে জমা করা হবে। আর তা পরবর্তী শুনানির দিন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের আইনজীবী। সেদিনই রাজ্যের বক্তব্য রিপোর্ট দিয়ে জানাতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত (Calcutta High Court) ।
আগামী ১৯ জুন ফের এই সংক্রান্ত মামলার শুনানি (Calcutta High Court) রয়েছে। সেদিন রাজ্যের তরফে এই বিষয়ে কি রিপোর্ট জমা পড়ে সেদিকেই নজর সবার। এমনকি সিডিতে কী রয়েছে তাও নজরে রয়েছে। বলে রাখা প্রয়োজন, এই সংক্রান্ত মামলায় আগেই বিচারপতি সেনগুপ্ত অমিত মালব্যের বিরুদ্ধে কোনও রকম কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছিল।
একই সঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গেলে ৪৮ ঘন্টা আগে নোটিশ দিয়ে ভিডিও’র মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও নির্দেশে জানায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর আগে ২২ মার্চ এই মামলায় আদালতে স্বস্তি পান অমিত মালব্য। মামলাকারীকে প্রয়োজনে ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদ করতে পারবে বহরমপুর থানা বলে নির্দেশ দেওয়া হয়।
তবে জিজ্ঞাসাবাদের ৪৮ ঘন্টা আগে জানাতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্তর। প্রসঙ্গত, অমিত মালব্যকে ৪১এ’তে নোটিশ দেওয়া হয়। তারপরই আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি আইটি সেলের ন্যাশানাল কনভেনর। সেই মামলাতেই রাজ্যের রিপোর্ট তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ ওঠে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে। আর সেই অভিযোগে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। মন্ত্রীর অভিযোগ, অমিত মালব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিওরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন। এই বিষয়ে পুলিশের কাছে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।