বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আমের বাজার আমের মেলাতে এক লক্ষ টাকা দামের আম। শিলিগুড়ির সিটি সেন্টারে বিক্রি হচ্ছে এক লক্ষ টাকা দামের আম। সত্যি এই আম আজকে কিনে নিয়ে গেলেন 5জন।
এই মেলার শ্রষ্টা রাজ বাসু জানালেন আমার অনেক দিনের চেষ্টা এবং ইচ্ছা ছিল এই ধরনের মেলা করবার। যেখানে বাঙালির সবচাইতে প্রিয় ফল কিনতে মানুষ আসেন। শুধু কেনাই নয় আমের বিভিন্ন ধরনের উপাদান এই মেলাতে প্রচণ্ডভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা জানালেন রাজ বাসু। তিনি আরো জানালেন আগামী বছরে আরো বড় করে আমের ফেষ্টিভ্যাল করবার ইচ্ছে আছে। আমি চাই শুধুমাত্র এই রাজ্য থেকেই নয় অন্য রাজ্য এমনকি বিদেশ থেকেও মানুষ আসুক এই mango festival এ।তবেই আমার সব আশা পূরন হবে জানিয়ে দিলেন রাজ বাসু। উত্তরবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের অন্যতম সফল শ্রষ্টা।তিনি জানালেন ভারতের মানুষ আম কিনতে এবং আম খেতে পছন্দ করেন। আর এই লক্ষ টাকা দামের আমের চাহিদাও বেড়েছে প্রচণ্ডভাবে। তাই আমি ঠিক করেছি প্রতি বছরই এই আমের মেলা তৈরী করব।