Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রোজ শয়ে শয়ে রোগী আসছেন শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য। এদের মধ্যে বহিরাগত রোগী এবং তাদের আত্মীয়দের সংখ্যা একেবারে কম নয়।

বহিরাগত রোগীরা এক অথবা দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হলে তাদের আত্মীয়দের থাকার সমস্যা তৈরী হয়ে যাচ্ছে। একেবারে কম দামে পাওয়া যাচ্ছে না এক অথবা দুদিনের ঘর।যাও পাওয়া যায় তাও হাতের বাইরে রোগী অথবা তাদের আত্মীয়দের। যদি কোন বহিরাগত রোগীকে ছেড়ে দেওয়া হয় বিকেলে তবে সেক্ষেত্রে তার আত্মীয়রা চিন্তা করেন আজকের দিনটা কোনভাবে শিলিগুড়িতে থেকে পরের দিনটা বের হয়ে যাওয়া। সেক্ষেত্রে এক রাতের জন্য তাদের হাজার থেকে পনেরোশ টাকা পযর্ন্ত খরচ করতে হয়। যেটা তাদের জন্য কোনভাবেই সম্ভব হয় না। উপরন্তুু তাদের আত্মীয়রাও থেকে যান। তাদের একেবারেই নিম্ন মধ্যবিত্যের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়ে হোটেলে কিংবা লজে থাকা। শিলিগুড়ি বানিজ্যের শহর, এখানে লোক আসেন এবং থাকেন ব্যাবসা করতে। তাই একেবারে নিম্ন শ্রেনীর লোকেদের পক্ষে শিলিগুড়িতে হোটেল কিংবা লজ ভাড়া করে থাকা একেবারেই সম্ভব নয়। তবে হাসপাতাল কতৃপক্ষ চিন্তা করছে একেবারেই সাধারন যারা মানে রোগীর আত্মীয় রোগিকে ভর্তি করাতে এসে যাতে এক রাতের জন্য হলেও থেকে যেতে পারেন সেক্ষেত্রে রোগির এবং তার পরিবারের লোকেরা দুজনই উপকৃত হবেন। তবে সেটা কতদিন এবং কতদুর সম্ভব হবে সেটা নিয়েও আশঙ্কায় আছেন বহিরাগত রোগি এবং তাদের আত্মীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *