Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চলেছে লোকসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী খুবই ব্যস্ত রাজনৈতিক প্রচারে। এর মধ্যেই রেমাল ঘূর্ণিঝড়। মুখ্যমন্ত্রীর একটি রোডশো ছিল, কিন্তু তিনি তা বাতিল করেছেন। নবান্ন থেকে খোঁজ খবর নিচ্ছেন ঘূর্ণিঝড় সম্পর্কে।

রেমাল ঘূর্ণিঝড়ের মুখে বঙ্গবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান, কোথাও বিদ্যুৎ সংযোগ চলে গেলে অযথা চিন্তা করার কারণ নেই। পর্যাপ্ত জেনারেটরের ব্যবস্থা করে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিন লোকসভা ভোটের প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মমতা। সেখানেই সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় রেমাল নিয়ে এই বার্তা দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। তবে, পরিষেবা স্বাভাবিক করার জন্য ন্যূনতম সময় যাতে দেওয়া হয়, সেই ধৈর্য্যটুকু রাজ্যবাসীকে রাখার জন্য বলেন তিনি। সেই সময় যাতে টিভি বা এসি না চালানো হয়, সেই পরামর্শও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপকূলের দিকে রেমাল ধেয়ে আসতেই দক্ষিণ ২৪ পরগনা জেলাবাসীকে আশ্বস্ত করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া আছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *