Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:র‌্যাপিড বা প্রদর্শনী দাবায় একাধিকবার বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন। এবার রমেশবাবু প্রজ্ঞানন্দর চালে ক্ল্যাসিক্যাল দাবায় কিস্তিমাত কার্লসেন।

নরওয়ে দাবা প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে তৃতীয় রাউন্ডের শেষে যেমন শীর্ষে প্রজ্ঞানন্দ, তেমনই মহিলাদের বিভাগে দাপট দেখিয়ে ১ নম্বর জায়গার দখল নিয়েছেন প্রজ্ঞার দিদি বৈশালী।

সাদা ঘুঁটি নিয়ে কার্লসেনের বিরুদ্ধে খেলা শুরু করেন প্রজ্ঞানন্দ। দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ায় তাঁর পয়েন্ট এখন ৫.৫। তিনি রয়েছেন শীর্ষে, কার্লসেন প্রজ্ঞার কাছে হেরে চলে গিয়েছেন পঞ্চম স্থানে। ক্ল্যাসিক্যাল দাবায় কার্লসেনের বিরুদ্ধে প্রজ্ঞার জয় নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে স্মরণীয় দিন।

ক্ল্যাসিক্যাল দাবাকে স্লো দাবাও বলা হয়ে থাকে। এখানে দাবাড়ুরা চাল দেওয়ার জন্য অনেকটাই সময় নিতে পারেন। যেটা বাকি ফরম্যাটগুলিতে চলে না। এই ফরম্যাটে প্রজ্ঞা বনাম কার্লসেনের আগের তিনটি দ্বৈরথ ড্র হয়ে গিয়েছিল। তবে এবার লোকাল ফেভারিটের বিরুদ্ধে জয় আদায় করে নিলেন ভারতের ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার।

পুরুষদের বিভাগে তৃতীয় স্থানের দখল নিয়েছেন মার্কিন হিকারু নাকামুরা। তিনি ফ্রান্সের আলিরেজা ফিরৌজার বিরুদ্ধে আর্মাগেডন গেম জিতে অতিরিক্ত হাফ পয়েন্ট করায়ত্ত করেছেন। চতুর্থ রাউন্ডে নাকামুরার বিরুদ্ধে খেলতে হবে প্রজ্ঞানন্দকে।

অন্যদিকে, ভাইয়ের মতো সাফল্যের দিকে এগিয়ে চলেছেন দিদি বৈশালী। তিনিও ৫.৫ পয়েন্ট নিয়ে দখলে রেখেছেন মহিলা বিভাগের শীর্ষস্থান। আন্না মুজিচুকের বিরুদ্ধে সর্বশেষ গেমটি তিনি ড্র করেছেন। মহিলাদের দাবায় বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে হারিয়ে দিয়েছেন বিশ্বের ২ নম্বর মার্কিন দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানা। এই হারের ফলে পয়েন্ট তালিকার একেবারে তলায় চলায় গিয়েছেন লিরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *