বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কোলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট বলেছেন, ১৯৯৩ সালের আইন মেনে পশ্চিমবঙ্গে OBC সার্টিফিকেট দেওয়া হয় নি। হাই কোর্টের নির্দেশ নতুন করে OBC লিস্ট তৈরী না হওয়া পর্যন্ত বাংলার সমস্ত OBC সার্টিফিকেট বাতিল। এই নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে।
এই পরিস্থিতিতে আপাতত WBCS-সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। প্রশাসনিক সূত্রের দাবি, শীর্ষ আদালতে গিয়ে আপাতত প্রাথমিক ভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে। বাকি প্রক্রিয়া নিয়ে আদালতের নির্দেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে আদালতের রায়ে চাকরিরতদের কোনো সমস্যা না হলেও, চাকরিপ্রার্থীরা অবশ্যই অসুবিধায় পড়বেন। কারণ যেকোনো নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের নিরিখে সাধারণ, তফসিলি জাতি, তফসিলি জনজাতি বা OBC সংরক্ষণ অনুযায়ী পদের সংখ্যা স্থির হয়। যদি সেক্ষেত্রে OBC শংসাপত্র বাতিল হয়ে যায় তাহলে তাদেরকে বাদ দিয়ে রোস্টার তৈরি সম্ভব নয়। এছাড়াও নবান্ন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে এখন যেহেতু গ্রীষ্মকালীন ছুটি চলছে তাই কলকাতা হাই কোর্টের রায়ের কারণে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে। সুপ্রিম কোর্ট কি রায় দেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।