Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক একেই বলে রাজনীতি। তাই বলা হয় রাজনীতি সম্ভাব্যতার শিল্প আর গত ১০/১২ বছর ধরে বাংলার রাজনীতিতে দল পরিবর্তন তো মানুষের পোশাক পরিবর্তনের মতো হয়ে গেছে।

তার জীবন্ত উদাহরণ দিয়েছে কোচবিহার। কোচবিহার কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক হারার সঙ্গে সঙ্গেই নিশীথের খাস তালুক ভেটাগুড়ি পঞ্চায়েতের ৯ জন বিজেপি সদস্যই শুক্রবার যোগ দিলেন তৃণমূলে। আগে ওই পঞ্চায়েতে ১৫ জনের মধ্যে ৬জন তৃণমূল ও ৯ জন বিজেপির সদস্য ছিলেন। আজ থেকে ১৫ জনই তৃণমূলের।

শুক্রবার সকালে কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সিতাইয়ের বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ ছাড়াও ভেটাগুড়ি ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল রায় সরকার সহ আরো অন্যান্যরা।

তৃণমূলে যোগ দেওয়া ওই পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, মানুষ যেদিকে থাকবে তারাও সেদিকেই থাকবেন। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। কোচবিহার লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, এরা আগে তৃণমূলের সাথেই ছিল বিজেপি তাদের ভয়-ভীতি দেখিয়ে যোগদান করায় বিজেপিতে। এখন নিজেদের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছেণ। বেশ ভালো লাগছে। নিশীথের খাস তালুকে বিজেপিতে ভাঙ্গন ধরায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *