Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট এবং জিডিপি গ্রোথ ঘোষণা করতেই ফের খুশির হাওয়া দালাল স্ট্রিটে। পর পর ২ দিনের মন্দা কাটিয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। এক ধাক্কায় ৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স। নিফটিও চাঙ্গা হয়ে উঠেছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগেই রেপোরেট ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। তবে মধ্যবিত্তের স্বস্তি রেখেই রেপোরেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে অস্টমবার রেপোরেট অপরিবর্তিত রাখা হয়েছে। ৬.৫ শতাংশ রাখা হয়েছে রেপোরেট। এর আগেও তাই ছিল।

সেই সঙ্গে জিডিপি গ্রোথও বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে দেশের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭ শতাংশ রেখেছিলে রিজার্ভ ব্যাঙ্ক। ফের মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তা সুনিশ্চিত হওয়ার পরেই ৭.২ শতাংশ করা হয়েছে। যার জেরেই হু হু করে চড়তে শুরু করেছে সেনসেক্স। ফের বিনিয়োগ কারীরা আস্থা ফিরে পেয়েছেন বলে মনে করছে।

লোকসভা ভোটের ফলাফল প্রকাশের আগের দিন রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল শেয়ার বাজার। একাধিক শেয়ারের দাম হু হু করে চড়েছিল। খুশির হাওয়া বইছিল শেয়ার বাজারে। আবার ফল প্রকাশের দিন শেয়ার বাজার মুখ থুবড়ে পড়ে। এবারে লোকসভা ভোটে প্রত্যাশিত ফলাফল প্রকাশ করতে পারেনি বিজেপি। ৩৫০ আসনও পায়নি। ৪০০ তো দূরের কথা।

এদিকে ফলাফল প্রকাশের আগের দিন শেয়ার বাজারের এই বিপুল উর্ধ্বগতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে শেয়ার বাজারে দর বাড়ানো হয়েছিল। তিনি এই দুর্নীতির তদন্ত দাবি করেছেন। এর আগে আদানী গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি করে দাম বাড়ানোর অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *