লোকসভা নির্বাচনে ভরাডুবি হলেও এখনই বাম-কংগ্রেস জোট অব্যাহত রাখলো। আসন্ন বিধানসভা উপনির্বাচনে জোট করেই লড়তে চলেছে বাম কংগ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মানিকতলা ও বাগদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দেবে সিপিএম।
অন্যদিকে, রায়গঞ্জে লড়বে কংগ্রেস। আর রানাঘাট দক্ষিণ বিধানসভায় যদি কংগ্রেস লড়তে চায় তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে বলেই সিপিএম সূত্রে খবর। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়!
মালদহ দক্ষিণে ঈশা খান চৌধুরী জিতে কংগ্রেসের মুখ রক্ষা করতে পারলেও বামেরা এবারও খুলতে পারেনি খাতা। এই পরিস্থিতিতেই আগামী মাসে রয়েছে কয়েকটি বিধানসভা এলাকায় উপনির্বাচন। আর সেই উপনির্বাচনেও কংগ্রেসের ‘হাত’ ধরেই হাঁটতে চাইছে বামেরা বলে সূত্রের খবর। আগামী ১৪ জুন বামফ্রন্টের বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে । কংগ্রেস এবং সিপিএম নেতৃত্বের মধ্যে আপাতত চার আসনের ভাগাভাগি এমন ভাবেই হয়েছে বলে খবর। জোট এখনই ভাঙতে চান না কোনও পক্ষই।