Spread the love

আগামী ২৪ জুন অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। এমনটাই সূত্রের খবর। চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের ভরসায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী।

সোমবার সমস্ত মন্ত্রীদের মন্ত্রক বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সেই মতো যে যার মন্ত্রকের দায়িত্ব বুঝে নিয়ে মন্ত্রীরা। একেবারে পুরোদমে শুরু হয়ে গিয়েছে কাজ। তবে নব নির্বাচিত সাংসদের শপথ নেওয়ার পালা। হবে স্পিকার নির্বাচন। আর সেই সমস্ত কাজ করতে বিশেষ অধিবেশন (Special Parliament Session) বসতে চলেছে সংসদে।

তা আগামী ২৪ জুন থেকে শুরু হবে ১৮তম লোকসভার বিশেষ অধিবেশন (Special Parliament Session)। চলবে আটদিন ধরে। অর্থাৎ বিশেষ অধিবেশন শেষ হবে ৩ জুলাই। যার মধ্যে ২৪ এবং ২৫ জুলাই হবে নব নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর ২৬ জুলাই অর্থাৎ বুধবার সাংসদ নির্বাচন করা হবে। এমনটাই সূত্রের খবর।

সংবিধান অনুযায়ী, লোকসভা গঠনের (Special Parliament Session) আগে স্পিকারের পদটি ফাঁকা হয়ে যায়। প্রোটেম স্পিকার হিসাবে কাউকে নিয়োগ করা হয়। লোকসভার সিনিয়ার মোস্ট কাউকে বেঁছে নেওয়া হয়। তাঁর নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। তিনিই নিয়োগ করেন।

প্রো-টেম স্পিকার অধিবেশনের প্রথম বৈঠক সভাপতিত্ব করেন। নব নির্বাচিত সকল সাংসদদের শপথবাক্য পাঠ করান। আটবারের সাংসদ তথা কেরল প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী-সভাপতি কোডিকুনিল সুরেশ এবার সম্ভবত প্রো-টেম স্লিপার নির্বাচিত হতে পারেন। এমনটাই জানা গিয়েছে।

অন্যদিকে ১৮তম লোকসভার স্পিকার কে হবেন তা নিয়ে জোর জল্পনা রয়েছে! এবারও কি স্লিপার পদে (Special Parliament Session) বসতে পারেন ওম বিড়লা। এবারও তিনি কাজ চালিয়ে যেতে পারেন। এমনটাই খবর। যদিও চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের জেডিওই বিজেপির

এই মুহূর্তে প্রধান দুই শরিক অধ্যক্ষের পদ চায়। এই অবস্থায় কি কৌশল বিজেপি নেয় সেদিকেই নজর সবার। তবে অধ্যক্ষ হিসাবে (Special Parliament Session) টিডিপি নেত্রী দগ্গুবতী পুরন্দেশ্বরীর নাম সামনে আসছে। তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা, এনটি রামা রাও-এর মেয়ে। যদিও সরকারি ভাবে এই বিষয়ে (Special Parliament Session) এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *