Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব। এবার মন্ত্রিত্ব পাওয়ার জন্য সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানালেন তিনি। বঙ্গীয় রাজনীতিতে একটু ভিন্ন ধরনের রাজনীতি করেন দেব। এই কথা জনমানুষে চর্চিত বিষয়।

সুকান্ত মজুমদারকে দেব এবার শুভেচ্ছা জানালেন। আরও একবার চর্চিত হল সৌজন্যের রাজনীতি। তবে বাংলার বঞ্চনা ও পাওনা টাকার বিষয়েও সুকান্ত মজুমদারকে বার্তা দিয়েছেন ঘাটালের সাংসদ।

সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী হয়েছেন। সেই বিষয়ে খুশি তৃণমূল সাংসদ দেব। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সুকান্ত মজুমদারকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের আছে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন সুকান্ত মজুমদার।

বাংলার পাওনা টাকা আটকে রয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় প্রকল্পর কাজ বাংলায় হচ্ছে না সেভাবে। সেই সব বিষয়ে সুকান্ত মজুমদার পদক্ষেপ করবেন৷ সুকান্ত মজুমদারের হাত ধরে বাংলায় কেন্দ্রীয় প্রকল্প ফিরে আসবে। এমনটাই চাইছেন তৃণমূল সাংসদ দেব।

সুকান্ত মজুমদার ভালো মানুষ। বালুরঘাটে প্রচারে গিয়ে এই বার্তা দিয়েছিলেন দেব। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে বালুরঘাটে প্রচারে গিয়েছিলেন দেব। সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে ভালো মানুষ বলে বার্তা দিয়েছিলেন দেব। সুকান্ত মজুমদারকে তিনি অনেকদিন ধরে চেনেন। সুকান্তদা ভালো মানুষ। এই কথা দেবকে বলতে শোনা গিয়েছিল। তাই নিয়ে যথেষ্ট চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে।

সুকান্ত মজুমদার দেবের বার্তা নিয়ে কী বললেন? ” রাক্ষস কূলে ভক্ত প্রহ্লাদ। এটাই হচ্ছে অবস্থা। ” খোঁচা দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ” দলটা কোনও রকম সৌজন্য, শিষ্টাচার, ভদ্রতা মানে না। সেই দলের একজন সাংসদ প্রধানমন্ত্রী ও আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভালো সেটা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *