বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এ বছরেও জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করলো প্রস্তাবিত জেলা বসিরহাটে । সোসাইটির নিজস্ব অফিসের গণ্ডি পেরিয়ে ২০২৩ সালে বসিরহাটের সাঁইপালার নিউ উদয় সংঘের মাঠে উদযাপিত হলো বিশাল আকারের এই অনুষ্ঠান। শীতের সকালে মিষ্টি রোদে স্নাত হয়ে বেলা ১০ টায় প্রায় তিনশো জনের অধিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি ও তাদের অভিভাকরা উপস্থিত হন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বসিরহাটের পৌর পিতা ও বিশিষ্ট সমাজসেবী বর্ষীয়ান নেতা শ্রীঅসিত মজুমদার মহাশয় ও অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট গবেষক শ্রী অর্ঘ্য মজুমদার মহাশয় এবং ৮৫ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মনি। অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী বিজয় কালী মহাপাত্র। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন মাওলানা রওশন আলম মাজহিরি, (সম্পাদক জামপুর ইসলামিক এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট)।৮৫ নম্বর বি এস এফ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কমান্ড্যান্ট শ্রী অনুরাগ মনি। তৎসহ ত্রিশ জনের অধিক বি এস এফ জওয়ান জাতীয় পতাকায় গার্ড অফ অনার প্রদর্শন করা করেন। অনুরাগ মনি বলেন যে, বিএসএফের সিভিক অ্যাকশন প্রোগ্রামের কালুতলায় জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য বিভিন্ন রকম শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করেছেনএবং ভবিষ্যতে আরও সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ভারত সরকারের বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী বিজয় কালি মহাপাত্র বলেন যে আগামী দিনের মাছ চাষের জন্য যে সমস্ত সাহায্যের প্রয়োজন তা তিনি করবেন।এবং সরকারি সমস্ত রকম সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যাক্তিদের কর্মমুখী করার ব্যাপারে সাহায্য করবেন। তিনি জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সাহায্য করবেন।এই শিবিরে বিশেষ চাহিদা সম্পুর্ন শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কাজের জন্য কয়েকটি কোম্পানির এইচ আর উপস্থিত ছিলেন , এই শিবির থেকে প্রায় শতাধিক কর্ম প্রার্থীরা নাম নথিভুক্ত করেন।অনুষ্ঠানে সোসাইটির স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা যোগব্যায়াম প্রদর্শন করেন।উপস্থিত সকলে অত্যন্ত খুশি এবং আনন্দ উপভোগ করেন এবং তাদের ধন্যবাদ প্রদান করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল পঞ্চানন ত্রিপাঠী । বসিরহাট এসডিওর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ঘোষ। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ডাইরেক্টরের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী ভাস্কর মিত্র ও শ্রী মদন কুন্ডু। বিশ্ব প্রতিবন্ধী দিবসের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর অর্ঘ্য মজুমদার ডিজেবেলড ডে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিভিন্ন তথ্য দিয়ে খুবই মনোগ্রহি আলোচনা করেন এবং ডিজেবেল ডের গুরুত্ব কি ও মায়েদের কি বিশেষ ভূমিকা থাকতে পারে সবই সুন্দরভাবে ব্যাখ্যা করেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শোনেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বিশিষ্ট গুণীজনেরা অনুষ্ঠানে তাদের বক্তব্যের মাঝে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের পাশে থাকার বিষয়টি ব্যক্ত করেন। বসিরহাটে এত বড় অনুষ্ঠান আয়োজন করার জন্য জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে মাননীয় অসিত মজুমদার ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী বছর এরকম অনুষ্ঠান এখানে আয়োজন করার জন্য সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন ।বিশ্ব প্রতিবন্ধী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সোসাইটির প্রতিষ্ঠাতা -সম্পাদক আরিফুল ইসলাম মন্ডল।উপস্থিত সমস্ত প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের হাতে কম্বল , হুইল চেয়ার, কানে শোনার যন্ত্র ও ডিজিটাল ব্লাইন্ড ডিস্ট্রিক্ট তুলে দেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব সামলান সোসাইটির সভাপতি নিরেশ কুমার বৈদ্য এবং বিশিষ্ট সমাজসেবী- শিক্ষক রঞ্জিত পাল,অনুপ কুমার মন্ডল,মারুফ বিল্লা গাজী,আবু মুছা গাজী,সৌরকর রায়,পাপিয়া সুলতানা,।অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বসিরহাটের এস ডি ও, এস ডি পি ও, এবং বসিরহাট জেলা হসপিটালের সি এম ও এইচ সহ বসিরহাটের ৩০ টি ক্লাব। বসিরহাট জেলার উপস্থিত সমস্ত প্রতিবন্ধীদের উদ্দেশ্যে এই বার্তাগুলি পাঠ করা হয়।বেলা দুটোই মধ্যাহ্ন ভোজন এর সঙ্গে অনুষ্ঠান সমাপ্ত হয়।