Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

গাজায় গুরুতর আহত হলেন ‘ফওদা’ সিরিজ খ্যাত অভিনেতা ইদান আমেদি। সোমবার হামাস গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন অভিনেতা ইদান। জানা গিয়েছে, অভিযানের সময় দুপক্ষের গুলি বিনিময়ের সময় আমেদি গুরুতর আহত হন। এই মুহূর্তে গাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
অভিনেতার পাশাপাশি, গায়ক হিসেবেও পরিচিত ইদান। নেটফ্লিক্সের ‘ফওদা’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ইদান আমেদি। গত ৭ অক্টোবর হামাসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় দেশের যুবকদের বাহিনীতে যোগ দেবার জন্য আবেদন জানিয়েছিল নেতানিয়াহুর সরকার। সেই ডাকে সাড়া দিয়েই সেনাবাহিনী যোগ দেন ইদান।
২০১৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ফওদা’। প্রথম থেকেই এই সিরিজ নজর কেড়ে নেয়, বিশ্বের সিরিজপ্রেমী মানুষদের। কয়েক মাস আগে ইজরায়েল-হামাস সংঘর্ষে নিহত হলেন ‘ফওদা’ সিরিজের অন্যতম শুটিং কর্মী মাটান মেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *