Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

গত বেশ কয়েকটি জায়গায় ভক্তরা নানান রকমের জোরাজুরি শুরু করেছিলেন। যা সঙ্গীত শিল্পী রূপম ইসলাম তাঁর সোশ্যাল মিডিয়া পেজেই জানিয়েছিলেন। কিন্তু সব কিছু যেন ধৈর্যের বাঁধ ভেঙে যায় শনিবার রাতে, কল্যাণীর কনসার্টে। পরিস্থিতি এমন একটা জায়গায় যায় যে তিনি মেজাজ হারান।

রূপম ইসলামের মুখে এমন কিছু শোনা যায়, যা নিয়ে খানিক অস্বস্তিতেই পড়েন ভক্তরা। বেশি মানুষের উপস্থিতি তিনি কি মেনে নিতে পারছেন না, ভক্তদের উটকো দাবি তাঁকে বারে বারে সমস্যায় ফেলছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যেই শনিবার ভক্তদের সঙ্গে বচসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে অনুষ্ঠান শেষে কালো জ্যাকেট পরে ফিরছেন রূপম ইসলাম। সঙ্গে রয়েছে তাঁর টিমও। সেখানেই ভক্তরা তাঁকে পিছু ডাকতে শুরু করেন। ভক্তরা দাবি করেন, দাদা একবার ফিরে তাকাও। গেট দিয়ে ভিতরে ঢুকে যান রূপম। সেই সময় এক ভক্ত গেট পেরিয়ে ভিতরে ঢুকে পড়েন। মোবাইলে সেলফি তোলার দাবি করেন সেই ভক্ত। সেই সময় মেজাজ হারান সঙ্গীত শিল্পী রূপম ইসলাম।

মেজাজ হারিয়ে চিৎকার করে তিনি বলেন, হচ্ছেটা কী? ইয়ার্কি হচ্ছে নাকি? আমায় তো বাঁচতে হবে। এরপরেই রূপম ইসলামের মুখে অশ্লীল গালাগালি শোনা যায়। সেই সময়ের মতো ভক্তরা সরে গেলেও, সেই সময়কার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই রূপম ইসলামের এই আচরণের সমালোচনা করেছেন। অনেকেই এই ভাষার প্রয়োগের বিরোধিতা করেছেন।

কেউ বলছেন, তারকা হয়েছেন, আর এই জিনিস সহ্য করবেন না? কেউ আবার বলেছেন, যেখানে কাজই হল ধর্ম, সেখানে যে মানুষেরা কাজের জন্য তাঁকে ভালবাসেন, তাঁদের সঙ্গেই এই আচরণ! কেউ আবার বলেছেন, মদ্যপ অবস্থায় ছিলেন রূপম, সেই কারণেই এই ভাষা।

আবার কেউ কেউ ভক্তদের উচ্ছ্বাসের সমালোচনা করেছেন। কেউ কেউ রূপম ইসলামের পক্ষ নিয়ে বলেছেন , ফ্যানেরা কি একটুই ভাবে না, শিল্পীরাও মানুষ। কেউ আবার বলছেন, পারফর্ম করার পরে যখন বারণ করছেন, তখন এরকম করা উচিত হয়নি ভক্তদের।

কিছুদিন আগে তাঁর একটি অনুষ্ঠানে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। যা নিয়ে রূপম ইসলাম সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, বিজ্ঞাপনটি তিনি দেননি। সেটি দিয়েছিলেন, অনুষ্ঠানের আয়োজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *