Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

মাধ্যমিক (Madhyamik Exam 2024) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2024) সময় বদল! প্রায় ২ ঘন্টারও বেশি সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ বৃহস্পতিবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

যেখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদ এবং রাজ্য প্রশাসনের আধিকারিকদের একটি বৈঠক হয়। এই বৈঠকে জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষার সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) শুরু হচ্ছে। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় কয়েক লাখ পরিক্ষার্থী জীবনের বড় এই পরীক্ষায় বসবে। সুষ্ট এবং নির্ভিঘ্নে করতে ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিনের বৈঠকে মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। তবে পরীক্ষার্থী সকাল ৯ টার মধ্যে পৌঁছে যেতে হবে কেন্দ্রে।
অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2024) সময়ও ২ ঘণ্টা ১৫ মিনিট এগিয়ে নিয়ে আসা হয়েছে। বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিট থেকে শুরু হবে এই পরীক্ষা। যা শেষ হবে দুপুর ১টায়। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন।

মাধ্যমিকের পরেই উচ্চমাধ্যমিকের (HS Exam 2024) পরীক্ষা শুরু হবে। সংসদের ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024)। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সময় এগিয়ে নিয়ে আসার বিষয়ে পরীক্ষার্থীদের স্কুলগুলিকে জানানোর কথা বলা হয়েছে।
কিন্তু হঠাত কেন সময় এগিয়ে নিয়ে আসা হল মাধ্যমিক (Madhyamik Exam 2024) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam 2024)? তা নিয়ে জোর জল্পনা। সুত্রের খবর, শীতের দিন। তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসছে। এক্ষেত্রে সমস্যা হতে পারে পরিক্ষার্থীদের। আর সেই সমস্ত কিছু ভেবেই এহেন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *