বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ভারত ন্যায় যাত্রা শুরুর দিনেই ধাক্কা কংগ্রেসে। দল ছাড়ার কথা ঘোষণা করলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। রবিবার নিজের দলছাড়ার কথা ঘোষণা করেছেন তিনি। দল ছাড়ার কথা ঘোষণা করে তিনি বলেছেন, ‘কংগ্রেসের ৫৫ বছরের পারিবারিক সম্পর্কে ইতি টানলাম আজ।’
এদিকে রবিবারই মণিপুর থেকে মুম্বই ভারত ন্যায় যাত্রার সূচনা করতে চলেছেন রাহুল গান্ধী। ঠিক তার আগে সোশ্যাল মিডিয়ায় মিলিন্ড দেওরার দল ছাড়ার কথা ঘোষণা করা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। মুম্বই কংগ্রেসে শক্তিশালী নেতা ছিলেন মিলিন্দ। হঠাৎ করে কি এমন ঘটল যে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
মিলিন্দ দেওরার দল ছাড়ার কথা ঘোষণার সঙ্গে সঙ্গে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতি মধ্যেই জানা গিয়েছে তিনি একনাথ শিণ্ডের শিবসেনায় যোগ দিতে চলেছেন। এবং আজই তিনি যোগদান করবেন। যদিও গতকাল থেকেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে একনাথ শিণ্ডের শিবসেনা বারবার সেই জল্পনা উড়িয়ে দিয়েছিল। এমনকী মিলিন্দ দেওরাও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন।
রবিবার সকালে হঠাৎ করে সোশ্যাল মিিডয়ায় মিলিন্দ দেওয়ারর একটি পোস্ট সেই জল্পনাতেই সিলমোহর দিয়েছে। মিলিন্দ দেওয়ার সোশ্যাল মিডিয়ায় নিজের কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন আজই তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং এতোদিন তাঁর সঙ্গে থেকে সহযোগিতা এবং সমর্থন দেওয়ার জন্য কংগ্রেসে নেতা কর্মী এবং সহযোদ্ধাদের তিনি ধন্যবাদ জািনয়েছেন।
উদ্ধব ঠাকরের শিবসেনা এবং কংগ্রেসের সঙ্গে কয়েকদিন আগে থেকেই মনোমানিল্য তৈরি হয়েছিল দেওরার। দক্ষিণ দমদম লোকসভা কেন্দ্রের আসনটি কংগ্রেস উদ্ধব ঠাকরের শিবসেনাকে দেওয়ার পরিকল্পনা করছিল বলে শোনা গিয়েছিল। তাই নিয়ে মন কষাকষি চলছিল পার্টির সঙ্গে। সেই কারণেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর মিলিন্দ দেওরা বুঝতে পেরেছিলে লোকসভা ভোটে এবার আর তাঁকে টিকিট দেবে না কংগ্রেস।
কংগ্রেস নেতা মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মুম্বই দক্ষিণে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এসেছেন। তবে ২০১৪ এবং ২০১৯ এর লোকসভা ভোটে তিনি এই কেন্দ্রে হেরেছিলেন। শিবসেনা নেতা অরবিন্দ সাওয়ন্তের কাছে হার স্বীকার করতে হয়েছিল তাঁকে।
মিলিন্দ দেওরার হঠাৎ পদত্যাগ নিয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশ লিখেছেন মুরলী দেওরা কখনও কংগ্রেসের হাত ছাড়েননি। অথচ সব রাজনৈতিক দলের সঙ্গেই তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিিন সবসময় পার্টির পাশে ছিলেন।