বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
মন্দির স্বচ্ছতা অভিযানে হাত লাগালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দির পরিষ্কারে হাত লাগান। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে আগামী ২২ তারিখ। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির স্বচ্ছতা অভিযানের ডাক দিয়েছেন।
রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে এই কর্মসূচি রবিবার নেওয়া হয়েছে। আজ রবিবার থেকেই মকর সংক্রান্তির যোগ শুরু হয়ে যাবে। সেই কারণেই এই দিনকে বাছাই করা হয়েছে। মন্দির স্বচ্ছতা অভিযানে হাত লাগিয়েছেন শুভেন্দু অধিকারীও।
রবিবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়া শিবমন্দির পৌঁছে যান এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি মন্দিরের পুজো দেন। তারপর মন্দিরের প্রাঙ্গণ পরিষ্কারের কাজে হাত লাগান। আশেপাশে পড়ে থাকা ফুল কুড়িয়ে নেন তিনি। তারপর প্রাঙ্গণ এলাকা মোছার কাজ শুরু হয়।
নিজেই এই কাজ করেন শুভেন্দু। জল দিয়ে গোটা উঠোন ধুয়ে মোছা হয়৷ যারা সনাতন, যারা হিন্দু, ভারতবাসী, তারা সকলেই এই সাফাই অভিযানে সামিল হয়েছেন। নন্দীগ্রামে মোট ১১১ টি মন্দির সাফাই অভিযান চলছে বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ঘিরে রীতিমতো বিজেপি নেতা – কর্মীরা উত্তেজিত। দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এই রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এদিন মন্দিরের সামনে রাজনৈতিক কথা তিনি বলবেন না। পরিষ্কার সেই কথা জানিয়ে দিয়েছেন শুভেন্দু। যারা রাম মন্দির উদ্বোধন ঘিরে বিরোধিতা করছেন, তারা পরে হারিয়ে যাবেন। এমনই মত রাজ্যের বিরোধী দলনেতার।
রাজ্যের বিভিন্ন জায়গাতেই বিজেপির তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে৷ মুর্শিদাবাদের বহরমপুরে এই মন্দির স্বচ্ছতা অভিযানে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও কলকাতায় এই কর্মসূচিতে সামিল ছিলেন।
কলকাতা, হাওড়া, হুগলি সহ রাজ্যের প্রায় সব জেলাতেই বিজেপি এই কর্মসূচি পালন করেছে। রবিবার বিজেপির নেতা – কর্মীদের মধ্যে এই কর্মসূচি ঘিরে অনেক উৎসাহ ছিল।