Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ১৫ জানুয়ারি। এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় সেনার ইতিহাসে। আজ দেশের ৭৬ তম সেনা দিবস। প্রতি বছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়। রাজধানীর গণ্ডি ছাড়িয়ে ২০২৩ সালেই সেনা দিবসের প্যারেড হয়েছিল বেঙ্গালুরুতে।এবার সেই অনুষ্ঠান হবে লখনউতে। কিন্তু কেন পালিত হয় সেনা দিবস? তুলে ধরা হল এই প্রতিবেদন।

দেশভাগের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্রিটিশ অধ্যক্ষের অধীনে এক বিশেষ বাহিনী গঠন করা হয়েছিল। এরপরই ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি কে এম কারিয়াপ্পা দেশের প্রথম ভারতীয় সেনাধ্যক্ষ হন।১৯৪৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দিল্লির ক্যান্টনমেন্টের প্যারেড গ্রাউন্ডে সেনা দিবস উদযাপনে দ্য আর্মি রেড প্যারেড আয়োজিত হয়েছিল। এই গ্রাউন্ডের নামই কে এম কারিয়াপ্পা ময়দান।সেনাপ্রধান মার্চিং কন্টিনজেন্টদের পর্যালোচনা করেন যারা প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও অংশ নেয়।

উত্তর প্রদেশের রাজধানী শহর লখনউতে সোমবার ভারতীয় সেনাবাহিনীর ৭৬তম সেনা দিবস স্মরণে একটি দর্শনীয় কুচকাওয়াজ হবে। টানা দ্বিতীয় বছরের জন্য, সেনা দিবসের প্যারেড দিল্লির বাইরে স্থানান্তরিত করা হয়েছে। আগের বছর(৭৫তম বর্ষে) বেঙ্গালুরুর এমইডি অ্যান্ড সেন্টারের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল।
সেনাপ্রধান সেনাবাহিনীর বীরত্ব পুরস্কার বা গ্যালান্টারি অ্যাওয়ার্ডও দেন এই অনুষ্ঠানে। এরপরে সেনা বাহিনীর তরফে নানা কসরত প্রদর্শন করা হয় । মোটরবাইকে স্টান্ট দেখান সেনাবাহিনীর সার্ভিস কর্পস টর্নেডো, প্য়ারাট্রুপাররা স্কাইডাইভিং ও করেন, অনেকটাই প্রজাতন্ত্র দিবসের প্যারেডের স্টাইলে। এছাড়াও ডেয়ারডেভিল জাম্প, সেনাবাহিনীর এভিয়েশন কর্পসের হেলিকপ্টার নিয়ে ফ্লাই পাস্টও প্রদর্শিত হয়।

সেনাপ্রধান মনোজ পাণ্ডে সেনা দিবস উপলক্ষে জানিয়েছেন, ‘আমি ভারতীয় সেনাবাহিনীর সমস্ত পদমর্যাদা, বেসামরিক কর্মচারী, এবং তাদের পরিবারকে আমার অভিনন্দন এবং উষ্ণ শুভেচ্ছা জানাই। আমরা গভীরভাবে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই আমাদের সহকর্মীদের যারা জাতির সেবায় তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।’
এই দিনটির সঙ্গে জড়িয়ে ভারতীয় সেনার ইতিহাস। ১৫ জানুয়ারি ভারতীয় সেনা দিবস। ১৯৪৯ সালে ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচার এই দিনেই ভারতীয়দের হাতে এই সেনাবাহিনীর দায়িত্ব তুলে দেন। ওই সময় ভারতীয় সেনায় প্রায় ২ লক্ষ সৈনিক ছিল। ভারতীয় সেনাবাহিনীর কাছে ওই মুহূর্ত ছিল খুবই গর্বের।

১৮৯৫ সালের ১ এপ্রিল ভারতীয় সেনাবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে তৈরি হয়। তবে তখন নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্বাধীনতার পর তা ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত পায়। ১৯৪৭ সালে ১৫ অগাস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও তারপরেও ভারতীয় সেনার শীর্ষে ছিলেন ব্রিটিশরাই। অবশেষে ১৯৪৯ সালে ১৫ জানুয়ারি ব্রিটিশ সেনা প্রধান ক্ষমতা হস্তান্তর করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *