বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
ভোটের ফলাফল ঘোষণা হয়েছে গত তিন ডিসেম্বর! কিন্তু এখনও স্পষ্ট নয় রাজস্থানের মসনদে কে বসবেন। যদিও দীর্ঘ আলোচনার পর মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের জন্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে বিজেপি। দুই রাজ্যেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় রীতিমত চমক দিয়েছেন মোদী-শাহ। অনেক বড় মুখ থাকলেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেছেন মোহন যাদব।
অন্যদিকে ছত্তিশগড়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুদেব সাইয়ের হাতে। কিন্তু কি হবে রাজস্থানে (Rajasthan Election Results 2023)? জানা গিয়েছে, আজ মঙ্গলবারই রাজস্থানের জন্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। ইতিমধ্যে সে রাজ্যে পৌঁছে গিয়েছেন রাজস্থানের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজনাথ সিং (Rajnath Sing)।
গিয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা। বিকেল চারটের সময় উচ্চপর্যায়ের একটি বৈঠক রাজনাথ সিংয়ের নেতৃত্বে হবে। যেখানে সমস্ত জয়ী বিজেপি বিধায়করা উপস্থিত থাকবেন। এমনটাই জানা গিয়েছে। আর সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই নজর সবার।
তবে রাজস্থান নিয়ে প্রথমদিন থেকেই কার্যত ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার ক্ষেত্রে বিধায়কদের মতামতকেই গুরুত্ব দিতে চান মোদী-শাহ। তবে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমদিন থেকেই বেশ কয়েকটি নাম সামনে আসছে। তবে বসুন্ধরা রাজে সিদ্ধিয়া অন্যতম দাবিদার বটেই। পাশাপাশি রাজস্থানের যোগী হিসাবে পরিচিত বালকনাথ যোগীর নামও সামনে আসছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে আলাদা ভাবে জয়ী অন্তত ২০ জন বিধায়কের সঙ্গে বৈঠক করেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। যা রীতিমত উদ্বেগ বাড়ায় বিজেপি হাই-কমান্ডের। এরপরেই তড়িঘড়ি দিল্লিতে ডাকা হয় তাঁকে। শাহ-নাড্ডা বৈঠক করেন রাজের সঙ্গে।
শোনা যায়, তাঁকে নাকি স্পিকার হওয়ার আবেদন জানানো হয়। তা অবশ্য মানতে নারাজ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে শেষমেশ কার নামে শিলমোহর দেন রাজনাথ সিংরা সেদিকেই নজর সবার। উল্লেখ্য, রীতি মেনেই রাজস্থানের মাটিতে ফের একবার সরকার (Rajasthan Election Results 2023) বদল হয়েছে। পাঁচ বছরের কংগ্রেস সরকারের পতন ঘটেছে। ১০০ টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় বিজেপি।