Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ফের একবার তৃণমূল বিধায়ক তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। তলব করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্তকে। আজ বৃহস্পতিবার তাঁদের দুজনকেই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।

সেই মতো নিজাম প্যালেসে যাচ্ছেন দেবরাজ চক্রবর্তী। এমনটাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। দেবরাজ জানিয়েছেন, আগেও সবরকম ভাবে সিবিআইকে সাহায্য করেছেন। আজও করবেন। নির্দিষ্ট সময় সিবিআই দফতর অর্থাৎ নিজাম প্যালেসে পৌঁছে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

তবে বাপ্পাদিত্য আজ হাজিরা দিচ্ছেন কিনা তা এখনও জানা যায়নি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি (west bengal recruitment scam) মামলায় তদন্ত করছে সিবিআই। প্রায় কয়েক দফায় একাধিক প্রভাবশালী এবং মিডলম্যানকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আর এই দীর্ঘ তদন্তে (west bengal recruitment scam) বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম সামনে আসে। আর এরপরেই গত কয়েক মাস আগেই তাঁদের দুজনের বাড়িতেই হানা দেন সিবিআই আধিকারিকরা।
কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি। আর এই দীর্ঘ তল্লাশিতে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে একাধিক নথি সিবিআই উদ্ধার করে বলে দাবি। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি আছে বলেও জানা যায়।

তবে কোনও রকম কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত নন বলে জানান তৃণমূল বিধায়কের স্বামী। আর এরপরেই আজ বৃহস্পতিবার ফের একবার তাঁকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যের ভূমিকাও।
তাঁর বাড়ি থেকেও বেশ কিছু নথি মিলেছিল বলে খবর। অন্যদিকে ইডির তরফে নিয়োগ দুর্নীতির তদন্তে (west bengal recruitment scam) গতি বাড়ানো হয়েছে। গত কয়েকদিন আগেই মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে হানা দেয় ইডি। আর সেখান থেকে বিপুল সম্পত্তির হদিশ পান তাঁরা। আর এই বিপুল পরিমাণ সম্পত্তি কীভাবে? নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকাতেই কি এই সম্পত্তি?

এই বিষয়ে আরও জানতে চান ইডি আধিকারিকরা। এরপরেই ফের একবার প্রসন্ন রায়কে ইডি তলব করেছে বলে জানা যাচ্ছে। আজ বৃহস্পতিবারই তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *