বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো সুজিত বসুর পুজো নামেই পরিচিত। লেকটাউন এলাকায় শুক্রবার সকাল থেকেই চাপা উত্তেজনা চলছে ।
ইডির প্রশ্নবাণের সামনে পড়েছেন রাজ্যের দমকল মন্ত্রী। বেশ কিছু প্রশ্ন জানতে পারা গিয়েছে অসমর্থিত সূত্রে। ইডির প্রশ্নে উঠে এসেছে নিতাই দত্ত প্রসঙ্গ। নিতাই দত্তের সঙ্গে মন্ত্রীর সম্পর্কের বিষয়ও জানতে চাওয়া হয়েছে।
মন্ত্রীর কন্যার বিবাহ উপলক্ষ্যে বিপুল অর্থ খরচ হয়েছিল। সুজিত বসু সেই অর্থ ব্যয় করেছিলেন বলে খবর। সেই টাকার উৎস কী ছিল? ইডির প্রশ্নমালায় সেই বিষয়ও উল্লেখ আছে বলে খবর। লেকটাউনের দুটি বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ছটা থেকে ইডির তল্লাশি অভিযান। পাশাপাশি মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
রাজ্যের দমকল মন্ত্রী তৃণমূল নেতা সুজিত বসু একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। মন্ত্রীরা ক’ভাই? তিনি ছাড়া আর কেউ রাজনীতিতে এসেছেন কি? সুজিত বসুর আয়ের উৎস কী? এমএলএ ফার্ম হিসেবে কত টাকা পান তিনি? মন্ত্রীর পারিবারিক সম্পত্তি তালিকা ও পরিমাণও জানতে চাওয়া হয়েছে।
নিতাই দত্তকে নিয়ে একাধিক প্রশ্নের সামনে পড়েছেন মন্ত্রী সুজিত বসু। নিতাই দত্তকে কত বছর ধরে চেনেন মন্ত্রী? শোনা যায়, সুজিত বসুর সুপারিশেই নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন। সেই কথা কতটা সত্য? জানতে চাওয়া হয়েছে। নিতাই দত্ত সুজিত বসুর আর্থিক হিসেব রাখতেন কি? সেই প্রশ্নও করা হয়েছে বলে খবর।
দক্ষিণ দমদম পুরসভার, দমকল দফতরে নিয়োগে মন্ত্রীর কী ভূমিকা ছিল? নিয়োগের ক্ষেত্রে মন্ত্রী আদৌ কাউকে রেফার করেছিলেন কি? এই প্রশ্নও করা হয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট তিনি। সেই ক্লাবের টাকার সূত্র কী? সেই বিষয়ও জানতে চাওয়া হয়েছে।
লেকটাউন, শ্রীভূমি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এলাকায় রুটমার্চ করছে বাহিনী। কোনওভাবেই জটলা করতে দেওয়া হচ্ছে না। চোখ সংক্রান্ত সমস্যা নিয়ে সুজিত বসুর বাড়িতে এক সাধারণ মহিলা গিয়েছিলেন। তাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকতে দেননি। ফিরে যান ওই মহিলা।