Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

শুক্রবার সকাল থেকেই ইডির তৎপরতা চূড়ান্ত। একসঙ্গে সুজিত বসু, তাপস রায় ও উত্তর দমদম পৌর সভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডির হানা। জানা যাচ্ছে,
পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রেখে শুরু হয় জিজ্ঞাসাবাদ। উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তী। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন তিনি। সামলেছেন পুর প্রশাসকের দায়িত্বও। এখন দেখার শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছায়?

বিরোধীদের অভিযোগ, উত্তর দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর মেয়ে বরানগর পুরসভায় চাকরি করেন আর ছেলে চাকরি করেন উত্তর দমদম পুরসভায়। সূত্রের খবর, প্রভাব খাটিয়েই নিজের ছেলেমেয়েকে পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন কিনা, সেই দিকটিও খতিয়ে দেখছে ইডি। তবে উল্লেখ যোগ্য বিষয় হলো, আজকের ইডি অভিযান অনেকটা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে। প্রচুর CRPF জওয়ান সমস্ত রকম প্রস্তুতি নিয়ে শুরু করেছে। সন্দেসখালি কাণ্ডের পরে ঢাল, হেলমেট নিয়ে প্রচুর CRPF উপস্থিত ওই অভিযানে। প্রসঙ্গত স্মরণীয় মন্ত্রী সুজিত বসুর খুব ঘনিষ্ট দুই আত্মীয় কামারহাটি পৌরসভায় চাকরি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *