Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

অযোধ্যায় তিনি রাজা দশরথের ছেলে, ছোট্ট শিশু রাম লালা। সেই ৫ বছরের শিশুর সারল্য ভরা মুখ নিয়ে তৈরি হয়ে রামলালার মূর্তি। অযোধ্যার তিনি ঘরের ছেলে হিসেবেই পুজিত হন। কিন্তু জানেন কি এই প্রাসাদে রাজা রাম হিসেবে পুজিত হন তিনি।

মধ্য প্রদেশের ওড়ছা। এই খানেই তিনি রাজা হিসেবে পুজিত হন আজও শুধু পুজিতই হন না তাঁকে প্রতিদিন গার্ড অব অনার দেয় পুলিশ। অযোধ্যায় তিনি ঈশ্বর আর ওড়ছায় তিনি রাজা। ওড়ছা প্রাসাদের ভেতরেই রয়েছে রাজা রামের মূর্তি। মধ্যপ্রদেশের মধ্যমণি বললে ভুল হবে না ওড়ছাকে। এই প্রাসাদের পত্তন করেছিলেন বুন্দেলা প্রধান রুদ্র প্রতাপ সিং। প্রাসাদের স্থাপত্যে রাজপুত এবং মুঘল স্থাপত্যশৈলির নিদর্শন রয়েছে।

এই প্রাসাদের ভেতরেই রয়েছে ওড়ছা মন্দির। যাকে রাম রাজা মন্দির বলা হয়ে থাকে। মন্দিরের ভেতরে রাজার বেশে অবস্থান করেন রাম। প্রাসাদের জাহাঙ্গির মহল এবং রাজমহল নামে দুটি বিল্ডিংেয়র মাঝেই রয়েছে এই মন্দির। এটিই ভারতের একমাত্র মন্দির যেখানে রাম রাজা রূপে পুজিত হন।

ওড়ছার রানি গণেশ কানওয়ারি তৈরি করেছিলেন মন্দিরটি। তিনি শ্রীরামকে এতোটাই ভালবাসতেন যে অযোধ্যা থেকে তাঁর মূর্তি তৈরি করিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু সেই মূর্তি নাকি কোনও মন্দিরে স্থাপন করতে চাননি তিনি। প্রাসাদেই সেটি রাখতে চেয়েছিলেন। সেকারণে প্রাসাদের ভেতরেই তার জন্য যে মন্দিরটি তৈরি হয়েছিল সেটার স্থাপত্য শৈলি ছিল প্রাসাদের আদলে। সেখানে রাজা রূপে বিরাজমান শ্রীরাম। প্রতিদিন নিয়ম করে পুলিশ গার্ড অব অার দেয়। এবং প্রাসাদ থেকে প্রতিদিন রাজা রামের জন্য নতুন বসন এবং খাবার যায়। বুন্দেলা রাজবংশ গোটা প্রাসাদটিকেই শ্রীরামকে উৎসর্গ করেছে।

এই প্রাসাদ ঘিরে একটি কাহিনী শোনা যায়। ওড়ছার রাজা মধুকর শাহ ছিলেন কৃষ্ণ ভক্ত আরপ তাঁর রানি গণেশ কানওয়ারি ছিলেন রাম ভক্ত। রাজা শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবন যেতে চেয়েছিলেন। কিন্তু রানি ইচ্ছে প্রকাশ করেন অযোধ্যায় যাওয়ার। শেষে রাজা শর্ত রাখেন যে রানি যেন অযোধ্যা থেকে শিশু রাম বা রামলালার মূর্তি নিয়ে আসেন। েসই শর্তে রাজি হন রানি। অযোধ্যায় গিয়ে তিনি সেখানে ২১ দিন ধ্যান করেন। এবং তাঁর ধ্যানে সন্তুষ্ট হয়ে রামলালা তাঁর সঙ্গে যেতে রাজি হন। কিন্তু শর্ত দেন। যেখানে রানি তাঁকে প্রথমে মাটিতে রাখবেন সেখানেই তিনি অবস্থান করবে। রাজা রানি একটি বাস্কেটের ভিতরে রামলালার মূর্তি নিয়ে রওনা হন অযোধ্যা থেকে। ওড়ছার প্রাসাদে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা সেই সময় ভুল করে রানি বাস্কেটটি প্রাসাদের মাটিতে রেখে েদন। তারপরে আর সেখান থেকে রামলালার মূর্তি সরানো যায়নি। শেেষ সেই প্রাসাদটিকেই মন্দির তৈরি করেন রাজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *