Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর নিয়েছেন তিন বছর আগেই। বিগত কয়েক বছর ধরেই ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক শুধুমাত্র আইপিএলেকর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তাঁকে নিয়ে চর্চা কম নেই। ধোনির অবসরের পরেও তাঁকে নিয়ে কথা হয় বিভিন্ন আলোচনায়। মাহি মুখ খুললেন ব্রেকিং নিউজ। এরইমধ্যে ক্যাপ্টেন কুলের আরও একটি কীর্তি প্রকাশ্যে এল।

অবসর সময় পরিবার এবং পোষ্যদের নিয়েই সময় কাটাতে ভালোবাসেন ধোনি। তবে মাহির আরও একটি নেশা রয়েছে। অবসর সময় কখনও সখনও ধোনি হুকো টানতে বেশ ভালবাসেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হুকো টানতে দেখা গিয়েছে ক্যাপ্টন কুলকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। হেলিকপ্টার শটের মতোই হুকো টানেও যে তিনি কতটা পারদর্শী তা এই ভিডিওতেই স্পষ্ট হয়েছে।

ধোনির হুকো প্রীতির কাহিনী অবশ্য নতুন নয়। হুঁকোতে সুখটান দিতে দিতেই মাঠের ও মাঠের বাইরের অনেক গভীর সমস্যার সমাধান বের করে ফেলেন মাহি। আর ধোনির এই গুণের কথা প্রকাশ্যে আনেন চেন্নাই দলে তাঁর একদা সতীর্থ জর্জ বেইলি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জর্জ বেইলি চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় ধোনির নেতৃত্বে খেলেছেন। ধোনির সতীর্থ, এই অজি ক্রিকেটার বেইলি আগেই জানিয়েছেন, “ধোনি হুঁকো খেতে পছন্দ করে। তাই ও নিজের ঘরে অনেক সময়ই হুঁকোর ব্যবস্থা করে রাখত। যার ফলে, ও নিজের রুমে সকলের ঢোকার অনুমতি দিয়ে রেখেছিল।’

একইসঙ্গে প্রাক্তন এই অজি ক্রিকেটার বলেন, ‘ ওর ঘরে গেলে প্রায়শই প্রচুর তরুণ ক্রিকেটারদের ওখানে দেখতে পাওয়া যেত। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা ধোনির ঘরে একসঙ্গে চলে আসত। সিনিয়র, জুনিয়রের বিভেদটা মুছে দিতে পারতেন ধোনি।”
বর্তমানে ক্রিকেট আর মাহির সম্পর্ক শুধু হলুদ জার্সিক সুতোয় বাধা। কিন্তু ৪২-র ধোনি কতদিন আইপিএলে খেলবেন সেটা নিয়ে চর্চার অন্ত নেই। ২০২৩ সালের আইপিএলের সময়ই ধোনির অবসর নিয়ে প্রবল ভাবে চর্চা হয়েছিল।

একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অবসর প্রসঙ্গে ধোনি বলেন “আমি এবিষয়ে চিন্তাভাবনা করিনি আগে। আমি এখনও ক্রিকেট খেলছি। এখনও আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পরে আমি কী করব, সেটাই দেখার। সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছরে আমি অবশ্য সেনাবাহিনীর সঙ্গে সময় কাটাতে পারিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *