বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
বিশ্বব্যাপী করোনা মহামারির প্রকোপ অনেক কমলেও হঠাৎ করেই এই ভাইরাস হানা দিয়েছে নিউজিল্যান্ড দলে। ঠিক এক সপ্তাহ আগেই কিউই স্পিনার মিচেল স্যান্টনার করোনায় আক্রান্ত হয়েছিলেন।এবার করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল কিউয়ি শিবিরে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।
পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচ খেলার কয়েক ঘণ্টা আগেই কনওয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। একইসঙ্গে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের করোনা রিপোর্ট ও পজেটিভ এসেছে। ফলে এই নিয়ে কিউয়ি শিবিরে গত ১ সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা হল ৩।
কনওয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরের বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, ‘কোভিড পজিটিভ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে চতুর্থ টি২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ডেভন কনওয়ে। গতকাল রিপোর্ট পজিটিভ হওয়ার পর ক্রাইস্টচার্চে টিম হোটেলে আইসোলেশনে আছেন কনওয়ে। ক্যান্টারবেরি কিংসের ব্যাটসম্যান শাদ বোয়েজ স্কোয়াডে যোগ দেবেন।’
একইসঙ্গে বোলিং কোচ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কোভিড রিপোর্টও পজেটিভ এসেছে এবং তিনিও দলের হোটেলে নিভৃতবাসে থাকবেন। ক্যান্টারবেরি মেনস ডেভেলপমেন্ট কোচ ব্রেন্ডন ডনকার্স অ্যাডামসের জায়গায় সাহায্য করার জন্য চতুর্থ ম্যাচের জন্য দলে যোগ দেবেন।
নিউজিল্যান্ড দলের তিন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ায় খানিকটা হলেও চিন্তায় ফেলে দিল ক্রিকেট বিশ্বকে। কারণ করোনার স্মৃতি এখনও ফিকে হয়নি। বছর তিনেক আগে করোনার কবলে পড়েছিল বিশ্ব। মহামারী প্রাণ কেড়ে নিয়েছে অনেকের। সেই শোক সামলে আবার বাড়ির বাইরে পা রেখেছে দুনিয়া। তারই মধ্যে করোনা ফের মাথা চাড়া দিচ্ছে। যা চিন্তায় ফেলে দিয়েছে অনেকের।
২০২০ থেকে ২০২২ পর্যন্ত এই পৃথিবীর নিয়ম নীতিতে পরিবর্তন করে দিয়েছিল এই মারণ ভাইরাস। করোনা সংক্রমণের জেরে বিশ্বব্যাপী খেলাধুলো বন্ধ হয়ে গিয়েছিল। তারপর বহু কড়াকড়ি, সুরক্ষা বলয়ের মধ্যে খেলা শুরু হয়। কিন্তু তখন মাঠে দর্শকদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু বিশ্বকাপের বছরে ফের নতুন করে করোনা সংক্রমণ কিন্তু চিন্তায় রাখবে সব ক্রিকেট বোর্ডকেই।
বিশ্ব ক্রিকেটে করোনার কামব্যাক। আন্তর্জাতিক ক্রিকেটে মাঝের দুই বছর ব্যাপক প্রভাব ফেলে করোনা। তারপর নিউ নর্ম্যালে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে ক্রিকেট। আগামী কয়েকমাস পরই টি২০ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ড দলের তিন সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ আসার চিন্তা বাড়ল আইসিসিরও।