বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কাঙ্খিত শীত ফিরে এল। কতদিন তা স্থায়ী হবে তা স্পষ্ট জানাতে না পারলও আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু’দিনে তাপমাত্রা আরও নামতে পারে। তারপরের দু’দিন তাপমাত্রা একইরতম থাকতে পারে। উত্তর হাওয়ার জেলে এদিন কলকাতার তাপমাত্রা ৪ ডিগ্রি নেমে গিয়েছে। দমদম নেমেছে ১৩ ডিগ্রিতে। অন্যদিকে পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা যথাক্রমে ৮.৬, ৮.১ ও ৯ ডিগ্রি সেলসিয়াস।
অনেক জায়গাতেই তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। বাঁকুড়ায় স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে, বর্ধমানে এক ডিগ্রি নিচে, পুরুলিয়ায় চার ডিগ্রি নিচে শ্রীনিকেতন ও সুন্দরবনে যথাক্রমে এক ও ২ ডিগ্রি নিচে। উত্তর জেলাগুলির মধ্যে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের ছয় ডিগ্রি ওপরে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। তার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে। আগামী দু’দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরেই দু’দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না পূর্বাভাসে জানানো হয়েছে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তারপরের দু’দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার যা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।