Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

সকাল থেকেই প্রবল কুয়াশা। দৃশ্যমানতার আবার। পৌষ শেষ করে আজ মাঘ মাসের প্রথম দিন। গত ৪/৫ দিন যে প্রবল শীত ছিল মঙ্গলবার সকালে একটু কমেছে। আর আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। কয়েকদিন হল হাড় কাঁপানো শীত দেখা দিয়েছে। তবে এরই মধ্যে বৃষ্টির জেরে কি হবে ছন্দপতন? হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি ঘূর্ণাবর্ত করছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে রাজ্যে। ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। তবে মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা বাদ দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির হতে পারে৷ এরপর বুধবার দুই চব্বিশ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বুধ এবং বৃহস্পতি— দু’দিনই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আপাতত একই রকম থাকবে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলাতে হতে পারে তুষারপাতও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ এবং ১৮ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আছে। আজ থেমে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *