বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সকাল থেকে আকাশ মেঘলা কলকাতা-সহ বিভিন্ন জেলায়। রাজ্যের আট জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের তুলনায় সামান্য বেড়েছে, তবে তা স্বাভাবিক। রবিবারের পরে আবহাওয়া কিছু পরিষ্কার হওয়ার সম্ভাবনা। বুধবার ২৪ জানুয়ারির পর তাপমাত্রা কিছুটা নামতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস আবহাওয়া দফতরের তরফে দেওয়া হয়েছে। তবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদ জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।