বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সুপ্রিম কোর্ট সোমবার কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ গঠনের সিদ্ধান্তকে বহাল রেখেছে। প্রসঙ্গত রাজ্যকে দু-ভাগে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল।
সুপ্রিম কোর্ট এদিন সুপ্রিম কোর্টের ৩৭০ ধারা বাতিলের পক্ষে মত দিয়ে বলেছে, সংবিধানে ৩৭০ ধারা ছিল অস্থায়ী। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা একটি অস্থায়ী বিধান। যা প্রত্যাহারের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। পাশাপাশি তিনি বলেছেন, একটি সার্বভৌম দেশের অন্য রাজ্যের থেকে আলাদ নয় জম্মু ও কাশ্মীর। সেখানে ভারতের সংবিধানের সব ধারা প্রয়োগ করা যেতে পারে।
সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে সাংবিধানিক আদেশ জারি করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতাকে বৈধ বলেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, শীর্ষ আদালত দেশের রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারে না। তিনি বলেছেন, গণপরিষদ ছিল অস্থায়ী। এছাড়া গণপরিষদের সুপারিশ রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক ছিল না।
২০১৯-এর ৫ অগাস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় এবং জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়। একটি হয় জম্মু ও কাশ্মীর এবং অপরটি লাদাখ। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারে কোনও সাংবিধানিক জালিয়াতি নেই বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন করাতে হবে।
ইতিমধ্যেই ডিলিটেশন কমিশন জম্মু ও কাশ্মীরের নতুন সীমানা, নাম ও বিধানসভা কেন্দ্রের সংখ্যা জানিয়ে দিয়েছে। গত ৫ মে কমিশন চূড়ান্ত নির্দেশ জারি করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জম্মুতে ৪৩ টি আবং মুসলিম সংখ্যাগরিষ্ট কাশ্মীরে ৪৭ টি আসন নির্ধারণ করেছ। অর্থাৎ বর্তমানের ৮৩ টি থেকে ৯০ টি আসন করা হয়েছে। সাতটি নতুন আসনের ছটি জম্মুর জন্য এবং একটি কাশ্মীরের জন্য চূড়ান্ত করেছে।