বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বুথ ফেরৎ সমীক্ষা অনেক সময় কাছাকাছি মিলে যায়, আবার কখনো একেবারেই মেলে না। সে যাই হোক আমাদের দায়িত্ব আপনাদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়া।
একাধিক সংস্থার বুথ ফেরৎ সমীক্ষা সামনে এসেছে। T V 9 বাংলা জানাচ্ছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা তিন বার ক্ষমতায় আসতে চলেছে এনডিএ জোট। ৩৪৬টি আসন পেতে পারে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের ঝুলিতে।
এবার আসা যাক তাদের বাংলার আসন নিয়ে ভবিষ্যৎবাণী। বাংলায় ৪২ আসনের মধ্যে ২১টি আসন পেতে পারে বিজেপি? কিন্তু কোন কোন আসন যেতে পারে বিজেপি-র দখলে?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ২০টি আসন পেতে পারে তৃণমূল। টিভি৯-এর এক্সিট পোলে উঠে এল এই তথ্য। তা মিলে গেলে ঘাসফুলের শিবির হারাতে চলেছে ২টি আসন। এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ২১টি আসন এবং কংগ্রেস ১টি। তবে বামেদের আসন পাওয়ার সম্ভাবনা নেই। বিধানসভার মতো লোকসভাতেও খালি হাতেই সন্তুষ্ট থাকতে হবে বামপন্থীদের। তবে বামপন্থীরা যে ভোটের শতাংশ কিছুটা বাড়িয়ে নেবে এমন কথা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন।