Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হঠাৎ করে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতি ফিরহাদ হাকিমের ভালোবাসা দেখে মনে সন্দেহ জাগা অসম্ভব নয়।

দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী। তিনি বললেন, “যে লোকটা বিজেপিকে দাঁড় করাল এ রাজ্যে, দুই থেকে বিধায়ক সংখ্যা ৭৭ করল। তার এই অবস্থার জন্য সত্যিই খারাপ লাগছে। ওই মানুষটাকে জোর করে হারিয়ে দেওয়া হল।” দিলীপ আরও বলেন, “খুব ভালো মানুষ দিলীপ ঘোষ। আমি দীর্ঘদিন দেখেছি তাঁকে বিধানসভায়। তবে যেহেতু এটা বিজেপির ভিতরের বিষয়, আমি এ ব্যাপারে বিশেষ আর কিছু বলব না।” যে দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করেছেন, তাঁর সম্পর্কে ফিরহাদ হাকিমের হঠাৎ করে এই সহানুভূতি!

গতবার মেদিনীপুর থেকে ৮৯ হাজার ভোটে জয় হয়েছিল দিলীপ ঘোষের। সেবারই বলেছিলেন, পরেরবার এই আসন থেকেই জয়ের ব্যবধান তিনি আরও বাড়াবেন। কিন্তু তেমনটা হল না। তাঁর আসনটাই এবার বদলে যান। তাঁকে যখন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করল দল, তখন প্রথমটায় বেশ কিছুটা মুষড়েই পড়েছিলেন দিলীপ। হারের পরদিনও দিলীপকে সকালে নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন দিলীপ। তবে দলের সিদ্ধান্তে কিছু শ্লেষ ধরা পড়ে তাঁর গলায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এই গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে।” দিলীপ ঘোষ সম্পর্কে ফিরহাদ হাকিমের এই মমত্ববোধ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *