বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অশান্ত সন্দেশখালি। শুক্রবারও জনরোষ আছড়ে পড়েছে তৃণমূল নেতাদের ওপরে, তাঁদের বাড়িতেও। পরিস্থিতি শান্ত করতে রাজ্য পুলিশের ডিজি দোষ যে হয়েছিল, তা স্বীকার করেছেন। সেই পরিস্থিতিতে বাংলার বাইরেও সন্দেশখালি ইস্যু তুলে ধরতে চলেছে বঙ্গ বিজেপি।
শনিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে সন্দেশখালির অশান্তি নিয়ে কথা বলতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দুই নেতা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আয়োজিত ‘স্যাটারিং সাইলেন্স: আনভেলিং দ্য রিয়েলিটি অপ পলিটিক্যাল ভায়োলেন্স অগনেস্ট ওম্যান ইন ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক আলোচনায় যোগ দেবেন।
তৃণমূলের জেলা পরিষদ নেতা শেখ শাহজাহান এবং তার দুই শাগরেদ উত্তর সর্দার ও শিবু হাজরারা এলাকায় একের পর এক জমি দখল করেছে। পাশাপাশি তারা যৌন নির্যাতনও চালিয়েছে স্থানীয় মহিলাদের ওপরে। এব্যাপারে সন্দেশখালিতে গিয়ে তদন্ত করেছে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় তফশিলি কমিশন এবং জাতীয় আদিবাসী কমিশন।
শুক্রবারও সন্দেশখালিতে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় গ্রামবাসীরা তৃণমূল নেতাদের বাড়িতে আগুন দেয় এবং তাদের ধরে মারধর শুরু করে। পাশাপাশি শেখ শাহাজাহানকে গ্রেফতারে কেন দেরি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন। অশান্তি এমন জায়গায় পৌঁছয় যে সন্দেশখালির ঝুপখালিতে পুলিশের গাড়ি ঢুকতে বাধা দিতে রাস্তায় গাছের গুড়ি ফেলা হয়।
অন্যদিকে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার শুক্রবারও সন্দেশখালিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দোষ স্বীকার করে অশান্তির জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দিলে, তাদের ওপরে হামলা হয়। তারপর থেকে নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। রাজ্য পুলিশের ডিজি বলেছেন, ইডির করা মামলার কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার বাধা পেয়েছে রাজ্য পুলিশ। বিজেপির পাল্টা দাবি তৃণমূল ও পুলিশের কারণেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না।
সন্দেশখালির সাধারণ মানুষের ক্ষোভ কমাতে জায়গায় জায়গায় ভূমি দফতরের যেমন ক্যাম্প করা হচ্ছে, ঠিক তেমনই এলাকার মানুষের কাছে জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসাথী-সহ রাজ্যের প্রকল্পগুলির সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে, ইডিও শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরনো একটি প্রতারণার ঘটনায় নতুন করে মামলা দায়ের করেছে।
তৃণমূল সূত্রে খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাক অভিষেক বন্দ্যোপাধ্যায় মার্চের দ্বিতীয় সপ্তাহে সন্দেশখালিতে সমাবেশ করবেন। সেখানে তৃণমূলের অন্য সিনিয়র নেতারাও থাকবেন।