Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফের পরাজয়ের সম্মুখীন হলো গুজরাত জায়ান্টস।

এদিন আরসিবির মহিলা দল জেতায় পয়েন্ট তালিকাতেও এলো রদবদল। দুইয়ে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেটে হরমনপ্রীত কৌরের দলকে টেক্কা স্মৃতি মান্ধানাদের।

টস জিতে গুজরাতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেম মান্ধানা। আরসিবির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রানের বেশি তুলতে পারেনি গুজরাত। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন দয়ালান হেমলতা। হারলিন দেওল ২২ ও স্নেহ রানা ১২ রান করেন।

মোট ৭ জন বোলার ব্যবহার করেন স্মৃতি। সোফি মলিনিউক্স ৪ ওভারে ২৫ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। বোলিং ওপেন করা রেণুকা সিং ৪ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন। জর্জিয়া ওয়্যারহ্যাম নেন একটি উইকেট। হারলিন রান আউট হন।
জবাবে খেলতে নেমে ১২.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। বেঙ্গালুরুর পর দিল্লিতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগ। ঘরের মাঠে এদিন টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিলেন স্মৃতিরা। অধিনায়ক স্মৃতি ৮টি চার ও একটি ছয়ের সৌজন্যে ২৭ বলে ৪৩ রান করলেন।

পাঁচটি চার ও একটি ছয় মেরে সাব্বিনেনি মেঘানা ২৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। এলিস পেরি ১৪ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন, তিনি মেরেছেন চারটি চার। ওপেনার সোফি ডিভাইন ৬ বলে ৬ রান করে আউট হন। অ্যাশ গার্ডনার ও তনুজা কানওয়ার ১টি করে উইকেট পেয়েছেন।

৪৫ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো আরসিবি। ২ ম্যাচে তাদের পয়েন্ট মুম্বই ইন্ডিয়ান্সের মতোই ৪। আরসিবির নেট রান ১.৬৬৫, মুম্বই ইন্ডিয়ান্সের ০.৪৮৮। তিনে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ২টি করে ম্যাচ খেললেও একটি ম্যাচেও জয় পায়নি ইউপি ওয়ারিয়রজ ও গুজরাত জায়ান্টস। এই দুটি দলের নেট রান রেটও মাইনাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *