Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে রাজ্যসভার একটি মাত্র আসনে জয়ী বিজেপি। কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে হারিয়ে দিয়েছেন বিজেপির হর্ষ মহাজন। হিমাচলের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক জয়রাম ঠাকুর বলেছেন, যেখানে জয়ের সম্ভাবনা ছিল না, সেখানে তারা জয় পেয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

হিমাচল প্রদেশে রাজ্যসভার নির্বাচনের পরে সেখানকার সুখবিন্দর সিং সুখুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে বলেও দাবি করেছেন জয়রাম ঠাকুর। এদিনের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস পায় ৩৪ টি ভোট অন্যদিকে বিজেপিও পায় ৩৪ টি ভোট। টসে জিতে যান বিজেপির হর্ষ মহাজন। ছয় কংগ্রেস বিধায়ক ক্রস ভোটিং করেছেন। জয়ের পরে বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান দেন এবং জয়রাম ঠাকুরকে তাঁরা কোলে তুলে নেন।

মঙ্গলবার হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় সকাল নটায় রাজ্যসভার জন্য ভোটগ্রহণ শুরু হয়। রাজ্যের চিন্তাপূর্ণির কংগ্রেস বিধায়ক সুদর্শন বাবলু শেষ ভোট দেন। অসুস্থতার কারণে তাঁকে হেলিকপ্টারে সিমলায় নিয়ে যাওয়া হয়। এদিন রাজ্যের ৬৮ জন বিধায়কই ভোট দেন। যদিও বিজেপির পোলিং এজেন্টরা হেলিকপ্টারে করে গিয়ে ভোট দেওয়ার জন্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে ভোট বাতিলের দাবিতে অনড় থাকেন। বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়।

রাজ্যসভা নির্বাচনে নিজের ভোট দেওয়ার পরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, কংগ্রেসের ৪০ জন বিধায়ক রয়েছে। যদি বিধায়ক কেনা না হত, তাহলে তারা সব ভোট পেতেন বলেও দাবি করেন তিনি। সন্ধেয় তিনি অভিযোগ করেন, বিজেপি তাদের পাঁচ-ছয়জন বিধায়ককে অপহরণ করেছে। তিনি বলেছেন, হরিয়ানা পুলিশ বিধায়কদের সিআরপিএফের বাসে করে পঞ্চকুলায় নিয়ে গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, হিমাচল প্রদেশে তিন নির্দল বিধায়ক-সহ ছয় কংগ্রেস বিধায়ক পঞ্চকুলায় পৌঁছেছেন। তাঁদেরকে সেখানকার পিডব্লুডি রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে হিমাচল প্রদেশের সুখু সরকারের ওপরে বিপদের মেঘ ঘনিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *