বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের দিনেক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন কমিশন সামনে নিয়ে আসলো ৮ দফা বিধি। ভারতের সমস্ত রাজনৈতিক দল, ব্যক্তি, প্রতিষ্ঠান – সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বিধি ভাঙলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন বিজ্ঞাপ্তি দিয়ে ঘোষণা করেছে সেই ৮ দফা নিয়মের কথা।
১)নির্বাচন প্রচারে এমন মন্তব্য করা যাবে না, যার থেকে হিংসা ছাড়াতে পারে।
২) ধর্মস্থানে প্রচার করা যাবে না ও প্রচারে কোনো ধৰ্মীয় উস্কানি কিংবা ধৰ্মীয় ভাবাবেগে আঘাত লাগে এখন বক্তব্য রাখা যাবে না।
৩) কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো আক্রমন করা চলবে না।
৪) ভোটারদের বিভ্রান্ত করে এমন কোনো ভুল তথ্য দেওয়া যাবে না।
৫) মহিলাদের সম্মান হানিকর কোনো মন্তব্য করা যাবে না।
৬) কোনো ভিত্তিহীন বিজ্ঞাপন খবরের কাগজে প্রচার করা যাবে না।
৭) খবরের ছলে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না।
৮) সমাজ মাধ্যমে রুচিহীন ও আপত্তিকর কোনো পোষ্ট করা নিষিদ্ধ।