Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আইপিএল প্রস্তুতির মধ্যেই আম্বানি পরিবারের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে‌ন মহেন্দ্র সিং ধোনি। ৪২-র ধোনির নতুন লুক রীতিমতো চমকে দেওয়ার মতোই। শুধু কী নতুন লুকেই? অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে একেবারে ভিন্ন মেজাজে পাওয়া গেল ক্যাপ্টেন কুলকে। ঐতিহ্যবাহী ডান্ডিয়া নৃত্যে অংশ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষীও।

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনে ধোনি পরেছিলেন কালো রঙের প্রিন্টেড স্যুট। সঙ্গে মানানসই বো-টাই। সাক্ষী সেজেছিলেন কালো ঝিলমিল লেহঙ্গায়। তবে দ্বিতীয় দিনে অর্থ্যাত শনিবার রাতে ধোনিকে দেখা গেল পাঞ্জাবী-পাজামার লুকে। প্রথমে আকাশ আম্বানির সঙ্গে ডান্ডিয়া নৃত্যে সামিল হলেন মাহি, এরপর ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রাভোর সঙ্গেও তাল মেলালেন।

মাঠে হেলিকপ্টার শটে ঝন তোলা ধোনি ডান্ডিয়া নৃত্যেও কোনও অংশে কম যান না। ধোনির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে হলেন অনন্ত আম্বানি। ২০২৩ সালের জানুয়ারি মাসে রাধিকার সঙ্গে তাঁর বাগদান পর্ব সম্পন্ন হয়। বর্তমানে গুজরাতের জামনগরে বসেছে তারকা খচিত প্রাক বিবাহ অনুষ্ঠান। দেশ বিদেশের বহু সেলিব্রিটি হাজির হয়েছেন আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে।

ধোনি ছাড়াও বহু ক্রিকেটার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কে ছিলেন না সেই তালিকায়? পান্ডিয়া ব্রাদার্স (ক্রুনাল এবং হার্দিক), ঈশান কিষান, কেএল রাহুল, সচিন তেন্ডুলকর এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে এই অনুষ্ঠানে দেখতে পাওয়া গিয়েছে।

আইপিএলে আম্বানিদের মালিকানাধীন মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন কায়রন পোলার্ড। বর্তমানেও তিনি দলটির সঙ্গে যুক্ত রয়েছেন। স্ত্রী জেন্না পোলার্ডকে নিয়ে ইতিমধ্যেই কায়রন পোলার্ডও বর্তমানে রয়েছেন জামনগরে। প্রসঙ্গত বর্তমানে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের হয়ে খেলছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে একটি ম্যাচে তাঁকে পাবে না করাচি।
অনন্ত-রাধিকার এই প্রাক বিবাহ অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই জামনগরে পা রেখেছেন শাহরুখ খান, সলমন খান, জাহ্নবী কাপুর, মানসী চিল্লর, রানি মুখোপাধ্যায় এবং মণীশ মালহোত্রার মতো তারকারা। জামনগরে অল-হোয়াইট লুকে জামনগরে এসেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।

তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছিল। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *