Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভোট আসছে সুভাষ সরকার আবার গলায় উত্তরীয় আর মালা পরে আপনাদের গ্রামে-পাড়ায় আসবে, মায়েরা রেডি থাকুন-ঝাঁটা পিটা করে বিদায় করবেন। করবেন…করবেন…করবেন তো?…ঝাঁটা পিটিয়ে বিদায় করবেন। বাঁকুড়ার বিদায়ী সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী চিকিৎসক সুভাষ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান।

বৃহস্পতিবার দলের ‘জনগর্জন’ সভার প্রচারে ইন্দপুরে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। আর সভায় দলের ব্লক সভাপতি যখন এই ধরণের বক্তব্য রাখছেন ঠিক সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী।

সভা শেষে সাংবাদিকরা এবিষয়ে ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি নিজের বক্তব্যের সমর্থনে বলেন, তারা বলছি না, গ্রামের মহিলারা বলছেন। একইসঙ্গে তাঁর দাবি, তৃণমূলের নেতারা গ্রামে গেলে মানুষ প্রশ্ন করছে, বাবু সেই সুভাষ সরকার আসবে না? ওকে ঝাঁটা পিটে করেই তাড়াবো। আর সেই মানুষের কথাই তিনি তুলে ধরেছেন বলে দাবি করেন ওই নেতা।

শুক্রবার সকালে এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিপত্তারণ সেন বলেন, কয়লা চোর-বালি চোরদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। উল্টে সন্দেশখালির পথে সব গ্রাম হাঁটবে বলেও তিনি দাবি করেন।

প্রসঙ্গত বিজেপি সারা দেশে প্রথম তালিকায় ১৯৫ টি কেন্দ্রের প্রার্থীদের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় থাকা বাঁকুড়ার সুভাষ সরকার ইতিমধ্যে প্রচার শুরু করেছেন। তিনি প্রচার চালাচ্ছেন ‘পয়া’ টোটোয় করে। যে টোটোয় প্রতচার চালিয়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। সুভাষ সরকারের দাবি, এবারও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *