Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ প্রায় পেরিয়ে যাচ্ছে। লোকসভা ভোটের বাদ্যি বাজার মুখে। রাজ্যে কংগ্রেসের হাত ধরবে কি সিপিএম? এই প্রশ্ন এখন লাখ টাকার। শুরুর দিন থেকেই অধীর চৌধুরী, মহম্মদ সেলিমরা লোকসভা ভোটে জোট করে লড়তে ইচ্ছুক। কিন্তু কবে বাংলায় বাম – কংগ্রেস জোট ঘোষণা হবে?

কংগ্রেসের হাই কমান্ড তৃণমূলের সঙ্গে জোটে এখনও ইচ্ছা প্রকাশ করে রয়েছে। তৃণমূল যদিও সেই আশায় জল ঢেলে দিয়েছে। কিন্তু তারপরেও কংগ্রেস তৃণমূলের দিকে জোটের হাত বাড়িয়ে রাখছে। এই অবস্থায় বামেরা সমস্যায় পড়ে যাচ্ছে।

অধীর চৌধুরীর সঙ্গে মহম্মদ সেলিমের আসন সমঝোতা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক হয়নি। কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার বার্তা রবিবারও এসে পৌঁছায়নি বলে খবর। ৪২ টি আসনে বাম কংগ্রেস প্রার্থী দেবে। সিপিএম কোন আসনে লড়াই করবে? কংগ্রেস কতগুলি আসনে প্রার্থী দেবে? তাই নিয়ে অঙ্ক কষা রয়েছে।

সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র দিল্লি যাচ্ছেন বলে খবর। সিপিএমের পলিট ব্যুরো রয়েছে। সেখানে ওই বৈঠকেই কি সমঝোতা বিষয়ে চূড়ান্ত বার্তা পাওয়া যাবে? সেই প্রশ্ন রয়েছে। কারণ সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব আসন সমঝোতা নিয়ে বার্তা দেবে। তাদের নির্দেশেই বাংলার নেতারা সিদ্ধান্ত নেবেন। একথা হয়ে এসেছে বরাবর।

কিন্তু এভাবে অপেক্ষার দিন গোনা আর কত দিন? সময় পেরিয়ে যাচ্ছে। বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূল চূড়ান্ত করে ফেলেছে প্রার্থী তালিকা। মাঠে ময়দানে তারা নেমে পড়েছে। কিন্তু সিপিএম কবে নামবে? তাদের সঙ্গে জোটেই বা কোন সমীকরণ হবে? সবুরে মেওয়া ফলে। এই কথা বাংলায় বহু চর্চিত। কিন্তু কবে সেই মেওয়া ফলবে? তাই এখন দেখার বিষয়।

অধীর চৌধুরী জানিয়েছেন, এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ, কংগ্রেস বড় দল। আসন রফা নিয়ে উপর মহল সিদ্ধান্ত নেবে। এই অবস্থায় সিপিএম কি আরও অপেক্ষা করবে? এরপর কংগ্রেস কোন সিদ্ধান্ত নেয়? তাও দেখার বিষয়।

সিপিএম একা নয়। বামফ্রন্টের শরিক অন্যান্য দল রয়েছে। তাদের সঙ্গে সিপিএম নেতৃত্ব কথা বলবে। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে। কাজেই এখনও বেশ কিছু দিন সময় যাবে। এছাড়াও আসন সমঝোতা নিয়ে কংগ্রেস সিপিএমের মধ্যে টানাপোড়েন থাকতেই পারে। সেইসব কাটাতেও আরও কিছুদিন সময়ের অপেক্ষা। কবে শেষপর্যন্ত জোটপ্রার্থী মাঠে নামবে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *