Spread the love

 

 

 

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতকালের প্রবল উত্তেজনার পরেও ন্যাজাট থানার পুলিশ কিন্তু সেই শাহাজাহান ঘনিষ্ঠ শিবু হাজরারা পাশেই। শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এতো অভিযোগের পরেও শাহাজান শেখ, শিবু হাজরাদের গায়ে হাত দেওয়ার সাহস দেখায়নি পুলিশ।

গতকাল শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় নেমেছিলেন সন্দেশখালির মহিলারা। পুলিশের কাছে শিবু হাজরাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন গ্রামের মহিলারা। তাঁদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছে শিবু হাজরা, শাহাজাহান শেখরা। জোর করে জমি দখল করা হয়েছে। কাজ করিয়ে পারিশ্রমিক দেওয়া হয়নি।

এখানেই থেমে থাকেনি শিবু হাজরাদের অত্যাচার চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে জমি। সেই জমি জোর করে দখল নিয়েছে তারা। গ্রামের শিশুদের স্কুলে পড়তে না দিয়ে অস্ত্র তুলে দিচ্ছে বলে সরাসরি অভিযোগ করেছিলেন গ্রামের মহিলারা। তারপরেও শিবু সর্দারদের গায়ে হাত দেওয়ার সাহস পায়নি ন্যাজাট থাার পুলিশ।

উল্টে শিবু হাজরারা পলট্রি এবং ভেড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তৎপর হয়েছে ন্যাজাট থানার পুলিশ। শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে রীতিমতো খুনের ধারায় ৩ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে তারা। এই ঘটনার পর ন্যাজাট থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। শিবু হাজরা তাঁর অভিযোগে স্থানীয় সিপিএম নেতা নিরাপদ সর্দারের নামও উল্লেখ করেছে।

শিবু হাজরার অভিযোগে এতোটা তৎপর কেন পুলিশ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামবাসীরা গতকাল যে অভিযোগ জানিয়েছে শাহজাহান শেখ সহ তাঁর দলের বিরুদ্ধে তার কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে না। ইডির উপর হামলা চালানোর পরে এক মাস পেরিয়ে গেলেও কেন এখনও অধরা শাহজাহান শেখ। এমন কী গতকাল থেকে শিবু হাজরাকে িনরাপত্তা দিয়ে রেখেছে পুলিশ এমনই অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *