Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত অনেকদিন ধরেই কামারহাটির বিধায়ক, মুখ্যমন্ত্রীর ‘কালারফুল বয়’ মদন মিত্র খুবই অসুস্থ। তিনি কোনো প্রচারে নেই। এই অবস্থায় আজ বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা গেলেন মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়ি।

গত বছর ডিসেম্বর মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হন মদন মিত্র। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করনো হয়েছিল তাঁকে। দীর্ঘদিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন মদন মিত্র। সেখানে খিঁচুনির জেরে পড়ে যান তিনি। ভেঙে যায় বাম কাঁধের হাড়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তৃণমূল নেতা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দু সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার সমস্যা হয়েছিল হিমোগ্লোবিনের। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে বর্তমানে বাড়িতেই আছেন মদন। তাঁর সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা। তৃণমূল বিধায়কের সুস্থতা কামনা করেছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যে এলাকায় সায়ন্তিকা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সেই এলাকা সম্পর্কে মদন মিত্রর যথেষ্ট জ্ঞান রয়েছে।
তাছাড়াও মদন মিত্র জানেন কিভাবে ভোট করাতে হয়! তাই সায়ন্তিকা এখন মদনের আশীর্বাদ চাইছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *