বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পাহাড়ে সাংসদ।আজ দার্জিলিং এর গ্রামে গ্রামে ঘুরলেন সাংসদ রাজু বিস্ত।আজ সকালে তিনি দার্জিলিং এর পেডং এবং সাকরু গ্রামে গিয়ে পৌছান।
সেখানে গিয়ে তিনি এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন।কার কি কি ধরনের অসুবিধা হচ্ছে তা জিঞ্জাসা করে তা সমাধানের পথ বলে দেন।এদিন রাজু বিস্ত জানান তৃণমূল এবং কংগ্রেস পাহাড়ে শান্তি আসতে দেবে না। মানুষকে নানাভাবে ভুল বোঝাচ্ছে তৃণমূল।তাই পাহাড়ে আর তৃণমূল কংগ্রেসকে এগিয়ে যেতে দেওয়া যাবে না।একমাত্র বিজেপী থাকলেই পাহাড়ে গনতান্ত্রিক উপায়ে ভোট করা যাবে।তাই পাহাড়ের মানুষ নিজেরা ভুল বুঝতে পেরেছেন নিজেদের।আর তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপী পাহাড়ে বিপুল ভোটে জীতে ক্ষমতায় আসবে।পাহাড়ে আমি না থাকলেও অন্য কেউ থাকবে, কিন্তুু ক্ষমতায় আসবে বিজেপী জানান পাহাড়ের সাংসদ।বিজেপী ছাড়া ভারতকে কেউ এক রাখতে পারবে না বলে দাবী করেন পাহাড়ের বর্তমান সাংসদ।