বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ শিলিগুড়ির 34নং ওয়ার্ডে প্রচার করতে গিয়ে বাড়িতে বাড়িতে মানুষের সাথে আলাপ করলেন মেয়র গৌতম দেব।জানালেন এই সময় আর কিছু নয় মানুষের কাছে তাদের সমস্যার কথা শুনতে পারা যায়। এদিন মেয়র জানান আমি চেষ্টা করছি বসে কথা শোনা,তবে সময় বড়ই কম তাই শোনা একেবারেই সম্ভব হয় না।
আজকে প্রচারে এসে বুঝতে পারলাম মানুষ দুর্দশা ঠিক কতখানি। প্রচার করতে গিয়ে এক বাড়ির পোষ্যকে কোলে তুলে নিলেন মেয়র, আদর করলেন বেশ কিছুক্ষন। জানালেন আমার কাছে পশুপাখি প্রচণ্ড প্রিয়। তাই ভালো লাগে ওদের আদর করতে। পোষ্য সবসময় সবার কাছে প্রিয় তাই একটু আদর করলেই ওরা আনন্দ পায়।এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বেশ কিছু যুব তৃণমূল কংগ্রেস সমর্থক। মেয়র দোকানে বসে অনেকক্ষন কথাও বলেন। জানান এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হবেই।