Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে জোর চর্চা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বিরোধীদের এক হাত নিলেন৷ যে ভিডিও তাঁর ছড়িয়েছে, সেটি জাল। আর সেজন্য কংগ্রেসকে তিনি দায়ী করেছেন।

বিজেপি ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে নেওয়া হবে। এই কথ সত্য নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বলেছেন, বিজেপি তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণকে সমর্থন করে।

” কংগ্রেস ভুল তথ্য ছড়াচ্ছে। বিজেপি চারশো আসন অতিক্রম করার পরে সংরক্ষণ শেষ করবে। এই দাবিগুলি ভিত্তিহীন। আমি এটা স্পষ্ট করতে চাই। বিজেপি এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণ সমর্থন করে। সবসময় রক্ষকের ভূমিকা পালন করবে।” তিনি গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে বলেছেন।

গেরুয়া শিবির সংরক্ষণের রক্ষক। এই কথা বলেছেন অমিত শাহ। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সংরক্ষণ অবসানের বিষয় নিয়ে এই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
” কংগ্রেসের হতাশা এমন জায়গায় পৌঁছেছে, তারা আমার এবং অন্যান্য বিজেপি নেতাদের জাল ভিডিও ছড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এবং অন্যরাও এই জাল ভিডিওটি ফরোয়ার্ড করার কাজ করেছেন। আজ কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা ফৌজদারি অপরাধের মুখোমুখি হচ্ছেন। এই পদক্ষেপটি তাদের হতাশার ইঙ্গিত দেয়। ” অমিত শাহ অভিযোগ করেন।

রাহুল গান্ধী সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন অমিত শাহ। তিনি বলেন, ” রাহুল গান্ধী কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজনীতির স্তরকে একটি নতুন নিম্ন স্তরে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন। আমি বিশ্বাস করি যে জাল ভিডিও প্রচার করে জনসমর্থন পাওয়ার চেষ্টা নিন্দনীয়।”

রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আমেঠি ও রায়বরেলির প্রার্থী হতে বিলম্ব হয়েছে। উত্তরপ্রদেশের পরিস্থিতি হল, তারা তাদের ঐতিহ্যবাহী আসন ছেড়ে পালিয়েছেন। এই খোঁচাও দিয়েছেন অমিত শাহ।

এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পাল্টা আঘাত করেছেন। তিনি বলেছেন, ” বিজেপির ভিডিও তৈরি করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেদের মানহানি করার দক্ষতা রয়েছে।”

” মানুষের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা যত কাজই করুক না কেন, আমরা তা কখনওই করব না। আমরা শুধু চাই দেশ এক থাকুক। সবাই মিলে কাজ করুক। কোনও বিদ্বেষমূলক বক্তব্য থাকা উচিত নয়। প্রধানমন্ত্রী মোদী সবসময় ঘৃণামূলক বক্তব্য দেন।” বলেছেন মল্লিকার্জুন খাড়্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *