বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গরমে তেতেপুড়ে যাচ্ছে শরীর। বাইরে যেন আগুনের ঝড় বইছে। ঠাঁটা পোড়া রোদে বাইরে বেরোনোই কঠিন তো বেড়ানো। উত্তরবঙ্গেও থাবা বসিয়েছে এই আগুনে হাওয়া।
সেই তাপপ্রবাহে জেরবার দশা জঙ্গলের প্রাণীদেরও ডুয়ার্সের একাধিক জঙ্গলে জলাশয় শুকিয়ে গিয়েছে। জল পাচ্ছে না বন্য জন্তুরাও।
এদিকে সিকিমে উল্টো ছবি। বেশ মনোরকম আবহাওয়া সেখানে। এখন সোয়েটার-জ্যাকেট চড়িয়ে ঘুরছেন তাঁরা। এই সিকিমেই ছুটছেন পর্যটকরা। বাংলার একেবারে গা ঘেঁসে রয়েছে সিকিম। উত্তরবঙ্গের সঙ্গে গা ঘেঁসাঘেঁসি করে রয়েছে তারা। এই সিকিমেই এবার রেকর্ড পর্যটকেরক আগমন ঘটেছে। সেটা যে কেবল এই তাপপ্রবাহের কারণে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
চলতি বছরে মার্চ মাসের শেষ থেকেই গরম পড়তে শুরু করেিছল। তাতে সকলেই পাহাড়ে ছুটছেন। দার্জিলিংয়ে পা রাখার জায়গা নেই। সব হোটেল ভর্তি। ম্যালে লোক থই থই করছে। অনেকেই উত্তরবঙ্গের পাহাড়ে কোথাও জায়গা না পেয়ে পাশের রাজ্য সিকিমে ছুটেছেন।
চলতি বছরে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক পর্যটক ভিড় করেিছল। পরিসংখ্যান যা প্রকাশ্যে অসেছে তাতে এখনও পর্যন্তক ২৯০,০০০ পর্যটকের আগমন ঘটেছে সিকিমে। তার মধ্যে ৩০,০০০ বিদেশি পর্যটক আর ২৫০,০০০ জন দেশীয় পর্যটক বলে জানা গিয়েছে। ২০২৩ সালে সিকিমে হৃদ ফেটে যে বিপর্যয় নেমে এসেছিল তারপর এই বিপুল পর্যটক সমাগম সত্যিই অপ্রত্যাশিত বলে জানিয়েছে সিকিম পর্যটন বিভাগ। মাত্র এই কয়েক মাসেই এই বিপুল সংখ্যক পর্যটন সমাগম ঘটেছে। বাকি এখনও পর্যটনের মরশুম পড়ে রয়েছে।