Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গিরিশপার্কে তাপস রায়ের প্রচারে উত্তেজনা। গিরিশ পার্কে শীতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। সেখানে তাঁকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারপরেই উত্তেজনা ছড়ায় বিজেপি কর্মীরা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন।

এই নিয়ে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। বিজেপি অভিযোগ জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের উপর চড়াও হয়। হাতাহাতিতে ২ বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি বরানগরের বিধায়ক ছিলেন। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ছিলেন তাপস রায়। প্রাথমিক ভাবে শোনা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদের জেরেই তিনি দল ছাড়ানে। তারপরেই বিজেপি তাঁকে উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী করেছে। সুদীপকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।

প্রকাশ্যে সুদীপের বিরুদ্ধে চিটফান্ড দুর্নীতির অভিযোগ করেছেন তাপস রায়। কয়েকদিন আগে তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষকে এক মঞ্চে দেখা গিয়েছিল। এই নিয়ে শাসক দলের অন্দরে তোলপাড় শুরু হয়ে যায়। তাপস রায়ের মঞ্চে থাকায় কুণাল ঘোষকে পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। এমনকী তাঁকে দলের প্রচারকদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এই নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছিল।

অবশেেষ গতকাল ডেরেক ওব্রায়েনের সঙ্গে বৈঠক কুণাল ঘোষ। তারপরেই তিনি বলেন তৃণমূল কংগ্রেসেরই রয়েছেন। তবে সৈনিক হয়ে রয়েছে পথে রয়েছেন পদে নেই। এদিকে গতকাল রাতে গিরিশপার্কে শীতলা মন্দিরে পুজো হচ্ছিল সেখানে পৌঁছে গিয়েছিলেন তাপস রায়। বিজেপি প্রার্থী সেখানে পৌঁছতেই উত্তেজনা শুরু হয়ে যায়। বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *