Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এখানে মহিলাদের নিজেদের তৈরী করা এবং শিশুদের আত্মরক্ষা করতে শিখিয়ে দেওয়া হয়।এই শিবিরে যোগ দেন মুলত পিছিয়ে পড়া মহিলারা।

যারা একেবারেই আর্থিক দিক থেকে দূর্বল এবং নিজেদেরকে সনির্ভর করতে ইচ্ছুক তাদের নিয়েই মুলত এই সচেতনতা শিবির।যাদের আর্থিক সঙ্গতি একেবারেই নেই তাদের আর্থিকভাবে সবল করবার পিছনে এই সচেথনতা শিবিরের একটি বড় ভূমিকা থাকবে বলে জানালেন সূর্যসেন কলেজে কর্মরতা তনিমা ঘোষ। তিনি জানালেন আমাদের মুল লক্ষ হল পিছিয়ে পড়া মহিলা এবং শিশুদের নিয়ে কাজ করা।যাতে তারা তাদের উজ্জল ভবিষ্যত তৈরী করতে পারে। শিশুদের জীবনে পড়াশোনার একটা বিরাট ভূমিকা আছে সেটা যাতে শিশুরা কাজে লাগাতে পারে সেটাও দেখা হবে বলে জানালেন সূর্যসেন কলেজের একজন দায়িত্ব প্রাপ্ত শিক্ষক।এদিন শিশুদের প্রকৃতিপাঠও শেখানো হয়। শিশুদের জীবনে সবকিছুর গুরুত্ব শিশুদের বোঝানো হয় এই শিবিরের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *