Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:৩০টি আসনের টার্গেট নিয়ে বাংলায় ঝাপায় বিজেপি! সাত দফা নির্বাচনের আগে প্রত্যেক ক্ষেত্রেই বাংলায় প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোট ঘোষণার আগে (West Bengal Lok Sabha Election 2024 Exit Poll) থেকে বাংলায় এসে রণকৌশল ঠিক করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এবার পরীক্ষার ফলাফল ঘোষণার সময়! আর তা বের হবে আগামী ৪ জুন। আর তার আগে বাংলায় রীতিমত তৃণমূলের চাপ বাড়ছে বলে ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়।

Axis My India Exit Polls এর সমীক্ষা বলছে এবার বাংলায় ২৬ থেকে ৩১ টি আসনে জয় পেতে পারে বিজেপি। অর্থাৎ শাহের বেঁধে দেওয়া টার্গেটকেও ছাপিয়ে যেতে পারে এবার বাংলায় বিজেপি। অন্যদিকে দ্বিতীয় তালিকায় নেমে আসতে পারে শাসকদল তৃণমূল। Axis My India Exit Polls এর সমীক্ষা অনুযায়ী ১১ থেকে ১৪ টি আসন এবার বিজেপি পেতে পারে। বাংলায় সিপিএমের খাতা খোলার ইঙ্গিত করা হয়েছে Axis My India Exit Polls এর সমীক্ষায়।

সংস্থার সমীক্ষা অনুযায়ী, এবার বাম বাংলায় দুটি আসন পেতে পারে। কংগ্রেসের প্রাপ্তি শূন্যই থাকছে। যদিও বুথ ফেরত (West Bengal Lok Sabha Election 2024 Exit Poll) সমীক্ষা সব সময় সত্যি হয় না। ভোটের শেষে মানুষের সঙ্গে নির্দিষ্ট আলোচনা-প্রশ্নের ভিত্তিতে বুথ ফেরত সমীক্ষা তৈরি হয়। ফলে লোকসভা নির্বাচনের বাংলার ৪২ টি আসনে বাম, বিজেপি নাকি তৃণমূল জিতবে তা জানা যাবে আগামী চার তারিখ। অর্থাৎ ফলাফল ঘোষনার দিনে।

বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে বিজেপি ১৮টি আসনে জয় পায়, তৃণমূল ২২টি এবং কংগ্রেস ২টি আসনে জয় (West Bengal Lok Sabha Election 2024 Exit Poll) পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *