বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মধ্যবিত্তের স্বস্তি। বাড়ছে না গাড়ি-বাড়ির ইএমআই। রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।এই নিয়ে অষ্টমবার রেপোরেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এখনও নতুন সরকার গঠন হয়নি।
তবে প্রধানমন্ত্রী পদে যে মোদীই বসতে চলেছেন তা নিশ্চিত হয়ে গিয়েছে। আজই সরকার গঠনের দাবি জানাবে এনডিএ। আগামী ৯ তারিখ রবিবার সন্ধে ৬টায় শপথ নেবেন মোদী। তার আগেই দেশের অর্থনীতির স্থিতাবস্থা ধরে রাখতে রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।
এবারও রেপোরেটের হার ৬.৫ শতাংশ রাখা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আজ এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জিডিপি গ্রোথও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। ২০২৪-২৪ অর্থবর্ষে ভারতের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭.২ শতাংশ রয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে দেশের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭ শতাংশ ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রে ফের মোদীর আগমবার্তায় সেই জিডিপি গ্রোথের পরিমান বাড়িয়ে দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের জিডিপি গ্রোথ প্রথম কোয়ার্টারে থাকবে ৭.৩ শতাংশ। দ্বিতীয় কোয়ার্টারে থাকবে ৭.২ শতাংশ এবং তৃতীয় কোয়ার্টারে থাকবে ৭.৩ শতাংশ।
জিডিপি গ্রোথে বাড়ানো হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত রয়েছে বলে দাবি করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন দেশের মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ থাকবে বলে জানানো হয়েছে। তবে শক্তিকান্ত দাস জানিয়েছেন মুদ্রাস্ফীতি ৪ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
রেপোরেট অপরিবর্তিত রাখায় বাড়ছে না গাড়ি-বাড়ি ঋণের ইএমআই। যার ফলে মধ্যবিত্তের পকেটে এখনই টান পড়ছে না। প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার মোদীর শপথ গ্রহণের পর ফের বসবে বাজেট অধিবেশন। সেখানে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন মোদী সরকার। সেই বাজেটই আসল পরিস্থিতি তৈরি করবে দেশের অর্থনীতির। সেদিকে তাকিয়ে ফের আরবিআই রিজার্ভ রেপোরেট পরিবর্তিন করতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলেই দাবি করেছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী মোদী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ফের নির্বাচিত হলে দেশকে তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করবেন। ২০২৯ সালের মধ্যে ভারত তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। মোদীর এই প্রতিশ্রুতির মাঝে কিন্তু দেশের মুদ্রাস্ফীতি হু হু করে বেড়েছে। যদিও আরবিআই দাবি করেছে অনেকটাই রাশ টানা গিয়েছে মুদ্রাস্ফীতিতে।